তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি গত ১৯ জুলাই একটি অনলাইন নিউজ পোর্টালে তাহিরপুর রক্তি নদীতে নৌকা ও হাউজবোট থেকে ছাত্রলীগ নেতার চাঁদাবাজি শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন বালিজুরি ইউনিয়ন বি এনপি নেতা ও আনোয়ারপুর বাজার বনিক সমিতির সভাপতি রতি মিয়ার ছেলে আবিদ হাসান রনি। এক প্রতিবাদ লিপিতে তিনি বলেছেন, আমাকে জড়িয়ে চাঁদাবাজির যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমি কখনো এই কাজ করিনি।এলাকায় আমার বাবার এবং আমার সুনাম রয়েছে। কিছু দুস্কৃতিকারী আমার বাবার সুনাম নষ্ট করার জন্য ষড়যন্ত্র শুরু করছে। আমি এই নিউজের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। প্রকৃত ঘটনা হচ্ছে, আমার বাবা একজন আনোয়ারপুর বাজার বনিক সমিতির সভাপতি এবং প্রতিষ্ঠিত ব্যাবসায়ী। তিনি বাজারের সকল ব্যাবসায়ীদের সার্থে হাউজবোটগুলো নদীর ঐপারে নৌঙ্গর করত, আমার বাবা সকলের সাথে আলোচনা সাপেক্ষে নদীর এপারে হউজবোটগুলো রাখার ব্যাবস্থা করে দিয়েছেন।তিনি হাউজবোট গুলোতে বিদ্যুৎতের ব্যাবস্থা করেছেন।হাউজবোটের মালিকগন যার ঘর থেকে বিদ্যুৎ ব্যাবহার করেন তারা সেখানে বিদ্যুৎ বিল পরিশোধ করেন।প্রকৃত অর্থে আমরা একজন ব্যাবসায়ী আমার দাদা ছিলেন অত্র ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান, আমার এক চাচা চার বারের ইউপি সদস্য বর্তমানে বালিজুরি ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। আমার বাবা বালিজুরি ইউনিয়ন বি এনপি সাবেক সাধারণ সম্পাদক ও বাজার বনিক সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন ।আমাদের পরিবারের রাজনৈতিক ইতিহাস রয়েছে,স্বাধীননতার পর থেকে আমার দাদা চাচা বাবা অত্র ইউনিয়নের নেতৃত্ব দিয়ে আসছেন। যারা এই হীনমন্যতা নিয়ে আমার বিরুদ্ধে একটি অনলাইনে মিথ্যা নিউজ প্রকাশ করেছেন আমি সেই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রতিহিংসা করে কাউকে দাবিয়ে রাখা যায়না
প্রকাশক মোঃ রবিউল ইসলাম।
সম্পাদক : মোঃ নাইবুর রহমান [এলএল.বি (অনার্স), এলএল.এম
(ইউডা)] । বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল
ইসলাম [এম.এ(ইংলিশ), বি আই ইউ। বি.এড (টি টি সি)] অফিস :
২২, পশ্চিম- ধানমন্ডি, শংকর,
ঢাকা -১২০৯, বাংলাদেশ।
ইমেইল নিউজ :editor@alochitokantho.com.bd/ alochitokantho@gmail.com
ভিজিট ওয়েব সাইট : www.alochitokantho.com.bd