আবুল হাশেম, রাজশাহী ব্যুরোঃ গত ২৬ জুন (বৃহস্পতিবার)রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি সংঘটিত হলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে চুরিকালে দুই নারীকে হাতেনাতে গ্রেফতার করে। ধৃতরা হলো ডলি গোমেজ (৪৫), স্বামী- মোঃ আবু হোসেন, সাং- কালিনগর চকপাড়া, থানা- সিংড়া, জেলা- নাটোর। আরেকজন মোসাঃ শাহিনুর খাতুন (১৯), পিতা- মোঃ হোসেন আলী, সাং- বন্দর পটুয়াপাড়া, থানা- সিংড়া, জেলা- নাটোর উক্ত চুরির ঘটনায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অপরদিকে, একই দিনে ওয়ারেন্ট অভিযান পরিচালনাকালে সিআর সাজা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ নাসির উদ্দিন, পিতা- মৃত শায়ন থান্দার, সাং- হাবাপুর, থানা- বাঘা, জেলা- রাজশাহী-কে গ্রেফতার করা হয়। ধৃত সকল আসামিকে ২৭ জুন শুক্রবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক মোঃ রবিউল ইসলাম।
সম্পাদক : মোঃ নাইবুর রহমান [এলএল.বি (অনার্স), এলএল.এম
(ইউডা)] । বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল
ইসলাম [এম.এ(ইংলিশ), বি আই ইউ। বি.এড (টি টি সি)] অফিস :
২২, পশ্চিম- ধানমন্ডি, শংকর,
ঢাকা -১২০৯, বাংলাদেশ।
ইমেইল নিউজ :editor@alochitokantho.com.bd/ alochitokantho@gmail.com
ভিজিট ওয়েব সাইট : www.alochitokantho.com.bd