নয়ন ঘোষঃরাজশাহীর বাঘা উপজেলায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযান:
অদ্য ৩০ আগস্ট ২০২২খ্রি. তারিখে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও বাঘা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নেতৃত্বে বাঘা উপজেলায় বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনিস্টিক সেন্টারে এক বিশেষ যৌথ অভিযান পরিচালিত হয়।
উক্ত অভিযানে ল্যাব রিপোর্টে অন্য প্রতিষ্ঠানের প্যাড ব্যবহার করার প্রমাণ পাওয়ায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ মাসুম আলী কর্তৃক ফাতেমা ক্লিনিক, মাজার গেট,বাঘাকে ১০,০০০/- এবং ডা.আবুল কাশেম ডিজিটাল ডায়গনিস্টিক সেন্টার, নারায়নপুর, বাঘাকে ৮,০০০/-জরিমানা করা হয়। জনসার্থে এ কার্যক্রম চলমান থাকবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.