হিরক খান,মেহেরপুরঃ মঙ্গলবার দুপুরের দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয় কর্তৃক হোটেল বাজার, কলেজ রোড, নতুন টার্মিনাল এলাকায় অভিযান পরিচালিত হয়।
অভিযানে কলেজ রোডে মেসার্স আশাবুল হক বিসিআইসি সারের ডিলার প্রতিষ্ঠানে তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মুল্যে সার বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। ১১০০ টাকার ইউরিয়া সার ১২৫০ টাকা, ১১০০ টাকার টিএসপি সার ১৭০০ টাকা, ৮০০ টাকার ডিএপি ৯৫০ টাকায় বিক্রয় করেন। উক্ত অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মোঃ আশাবুল হককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ধারায় ৫০,০০০/- টাকা জরিমানা করা হয় এবং বেশি মুল্যে সার বিক্রয়ের রশিদ বই জব্দ করা হয়। পরবর্তীতে নতুন বাস টার্মিনাল এলাকায় অপর একটি বিসিআইসি সার ডিলার মেসার্স ন্যাশনাল এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানে তদারকিতেও অধিক মুল্যে সার বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। ৭৫০ টাকার এমওপি সার ১২০০/- টাকা, ১১০০ টাকার টিএসপি সার ১৭০০ টাকা এছাড়া ইউরিয়া ও ডিএপি সারও বেশি দামে বিক্রয় করেছেন। এছাড়া প্রতিষ্ঠানটি থেকে বেশকিছু মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ও সার জব্দ করে নষ্ট করা হয়। উক্ত অপরাধে প্রতিষ্ঠানটির মালিক আলহাজ্ব মোঃ আব্দুল আওয়ালকে একই আইন ও ধারায় ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়। এসময় সবাইকে সতর্ক করা হয় এবং সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে সার বিক্রয়ের জন্য নির্দেশনা দেয়া হয়।
অভিযানে অভিযান পরিচালনা করেন মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতা করেন সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব মোঃ তারিকুল ইসলাম, পৌর স্যানিটারি ইন্সপেক্টর জনাব মোঃ মনিরুল ইসলাম ও মেহেরপুর জেলা পুলিশের একটি টিম।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.