স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান ২৭ই জুন শুক্রবার সকাল ১১.৩০ টার দিকে দাকোপের খুলনা শিক্ষা পরিবার ডিকেএসপির পক্ষ থেকে দাকোপের মেধাবী তিন জন শিক্ষার্থীদেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। ডিকেএসপির মূল কাজ শিক্ষার্থীদের অনুপ্রেরণা সৃষ্টি করা এবং সামার্থ্য অনুযায়ী পাশে দাঁড়ানো। সম্প্রতি দাকোপ থেকে এক ঝাঁক মেধাবী শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স চায়। এর মধ্যে থেকে তিন জন শিক্ষার্থী ভর্তি সহায়তা চেয়ে ডিকেএসপি বরাবর আবেদন করেন। শিক্ষার্থীদের আবেদন অনুযায়ী এবং ভর্তি কার্যক্রমে সহযোগতিা করা জন্য ডিকেএসপি এই প্রোগ্রামের আয়োজন করে। উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা হচ্ছেন রিফাত সানা, ঢাকা বিশ্ববিদ্যালয় , মোঃ রাকিব শেখ, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং পুজা গাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ডিকেএসপির সহ-সভাপতি শেক্সপিয়ার রায়। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ডিকেএসপির সমন্বয়ক অসীম ঘরামী। ডিকেএসপির সংগঠনের সদস্যরা ও শুভাকাঙ্ক্ষীরা ডিকেএসপির ফান্ডে অনুদান পাঠিয়ে এই কাজে সহযোগিতা করেছেন একই সাথে আজকের প্রোগ্রামে স্পন্সর করেন নিক্স আইটি সল্যুশন। সভাপতি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। এবং নিক্স আইটিকে ডিকেএসপির কাজে সহযোগিতা করার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। শিক্ষার্থীদের মধ্যো রিফাত সানা ও পুজা গাইন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। শিক্ষার্থীরা এই আয়োজনকে সাধুবাদ জানান এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। ডিকেএসপির পক্ষ থেকে শেক্সপিয়ার রায় ও অসীম ঘরামী শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন। এবং রাকিব শেখের হাতে চেক তুলে দেন স্বর্ণকমল রায়। চেক হাতে পাওয়ার পর আবেগে আপ্লুত হয়ে রিফাত সানা বলেন, " আজকে আমার কত বড় উপকার হয়েছে সেটা ভাষায় প্রকাশ করার মত না। আমি সারাজীবন ডিকেএসপির নিকট চিরকৃতজ্ঞ থাকবো।" এবং পুজা গাইন বলেন " আমার ভর্তি কার্যে ডিকেএসপি ও নিক্স আইটি পাশে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটি আমার জীবনের মাইলফলক হয়ে থাকবে। মোঃ রাকিব শেখ বলেন, " আমার ভর্তিতে এই সহযোগিতা দারুন কাজে দিবে এবং আমি সত্যিই চিরকৃতজ্ঞ। "
প্রকাশক মোঃ রবিউল ইসলাম।
সম্পাদক : মোঃ নাইবুর রহমান [এলএল.বি (অনার্স), এলএল.এম
(ইউডা)] । বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল
ইসলাম [এম.এ(ইংলিশ), বি আই ইউ। বি.এড (টি টি সি)] অফিস :
২২, পশ্চিম- ধানমন্ডি, শংকর,
ঢাকা -১২০৯, বাংলাদেশ।
ইমেইল নিউজ :editor@alochitokantho.com.bd/ alochitokantho@gmail.com
ভিজিট ওয়েব সাইট : www.alochitokantho.com.bd