জাতীয়

তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিষ্ণুপুরে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত

শেখ মারুফ হোসেন কালিগঞ্জ প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে “গভীর ষড়যন্ত্র ও অপপ্রচারের” প্রতিবাদে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণপুর ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২০ জুলাই) বিকেলে বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মূল স্লোগান ছিল— “মিথ্যাচার, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াও”। চৌমুহনী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে শুরু হওয়া মিছিলে শতাধিক মোটরসাইকেল নিয়ে ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করা হয়।সমাবেশে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ মোস্তফা।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম।বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সভাপতি শেখ আলাউদ্দিন সোহেল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম,দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সার্চ কমিটির সদস্য নুরুজ্জামান পাড়। এছাড়া অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য আলীম আল রাজী তাপস, উপজেলা জাসাসের সদস্য সচিব মারুফ বিল্লাহ। উপজেলা তরুণদলের সাধারণ সম্পাদক আলতাব হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ মহিউদ্দিন, শ্রমিকদলের সভাপতি সিরাজুল ইসলাম রাজু,বিএনপি নেতা ও ইউপি সদস্য জাহিদ আলম, ফিরোজ ঢালী সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।সমাবেশে বক্তারা বলেন,“ তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র করে একটি কুচক্রী মহল তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে, যা কোনো ভাবেই মেনে নেওয়া হবে না।” তাঁরা জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে চলমান আন্দোলন জোরদারের আহ্বান জানান

0 Shares

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *