জাতীয়

তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে কানাইঘাটে বিএনপির বিক্ষোভ মিছিল

কানাইঘাট প্রতিনিধিঃ দেশব্যাপী নৈরাজ্য ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টায় কয়েক হাজার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি কানাইঘাট পৌর শহরের ইউনিক কমিউনিটি সেন্টার থেকে শুরু হয়ে উপজেলা রোড প্রদক্ষিণ করে কানাইঘাট বাজারে ত্রিমোহনী পয়েন্টে গিয়ে শেষ হয়। উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ইউনিট থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় ও জাতীয় পতাকা, দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি বহন করে বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে নানা ধরনের ¯েøাগান দিতে দেখা যায়। বিশাল মিছিল পরবর্তী বাজার পয়েন্টে পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুলের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাস্টার সাজ উদ্দিন সাজু ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলামের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মামুন রশিদ মামুন বলেন, ১৭ বছর বিএনপির শত শত নেতাকর্মীর আত্মত্যাগ ও হাজার হাজার নেতাকর্মীরা জুলুম, নির্যাতন ও লাখ লাখ মিথ্যা মামলার শিকার হয়ে আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল বিএনপি। জুলাই-আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামীলীগের পতনের মধ্য দিয়ে দেশের মানুষ যখন একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য মুখিয়ে রয়েছে। তখন নির্বাচনকে বিলম্বিত করার জন্য বিগত আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে বিএনপির সাথে যারা আন্দোলন করেছিল জামায়াতে ইসলামী ও কতিপয় দল এখন নির্বাচন বানচালের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তারা উদ্দেশ্য মূলক ভাবে বিএনপি এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। নির্বাচিত সরকার ছাড়া দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন দেশের স্থিতিশীলতা সম্ভব নয় উল্লেখ করে, অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ফেব্রæয়ারী মাসে নির্বাচনের ঘোষণা দিয়েছেন তা যেন কেউ বানচাল করতে না পারে এজন্য বিএনপি নেতাকর্মীরা রাজপথে নেমেছে। ষড়যন্ত্রকারীদের দাঁত ভাঙ্গা জবাব দিতে বিএনপি প্রস্তুত রয়েছে বলে বিএনপি নেতৃবৃন্দ প্রতিবাদ সভা থেকে হুশিয়ার উচ্চারন করেন। আওয়ামীলীগ বিরোধী রাজনৈতিক দলের মধ্যে যাতে করে ঐক্যের ফাটল না ধরে এজন্য বিএনপির বিরুদ্ধে অপপ্রচার বন্ধের আহŸান জানান তারা।   বিক্ষোভ মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন, ডাঃ ইয়াকুব আলী, ডাঃ শহিদ শিকদার, ওয়েস আহমদ, হাজী জসিম উদ্দিন, হাজী ফখরুল ইসলাম, আব্দুর রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী, আব্দুর রহমান, আলমাছ উদ্দিন মেম্বার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান পারভেজ, সহ সাংগঠনিক সম্পাদক এ.আর বাবলু, মিজানুর রহমান ডিপজল, কোষাধ্যক্ষ আবুল বাশার, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, পৌর বিএনপির সহ সভাপতি জালাল আহমদ জনি, আনোয়ার হোসেন ওয়াসিম, জসিম উদ্দিন, জালাল আহমেদ, সাংগঠনিক সম্পদাক দেলোয়ার ইসলাম, যুগ্ম সম্পাদক হেলাল আহমদ, বিলাল আহমদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহŸায়ক শফিক আহমদ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহŸায়ক মামুন রশিদ মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক ফারুক আহমদ, সদস্য সচিব আমিনুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক আব্দুর রহমান, উপজেলা ছাত্রদলের আহŸায়ক আল-আমিন, সদস্য সচিব রাসেল আহমদ চৌদুরী, পৌর ছাত্রদলের আহŸায়ক রেদোয়ান করিম, সদস্য সচিব সুহেল আহমদ সহ ৯টি ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

0 Shares

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *