জসিম উদ্দিন, দর্শনা অফিসঃ চুয়াডাঙ্গা আলমডাঙ্গা থানাধীন চিৎলা গ্রামস্থ জনৈক জহুরুল ইসলামের কন্যা মোছাঃ তারমিন খাতুনের সাথে মোঃ তৌফিক (টোকন), পিতা-ওহিদুল ইসলাম, সাং-হাপানিয়া, থানা-আলমডাঙ্গা, জেলা-চুয়াডাঙ্গার সাথে বিগত ০৪ বছর পূর্বে ইসলামী শরিয়া মোতাবেক বিবাহ হয়। দাম্পত্য জীবনে তাদের ০২ বছরের ১টি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকে তারমিন খাতুুনের স্বামী মোঃ তৌফিক (টোকন) যৌতুকের দাবীতে তারমিনকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলো। তারমিন খাতুনের স্বামী যৌতুকের দাবীতে তার সন্তানসহ পিতার বাড়িতে পাঠিয়ে দেয়। বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়।
অবশেষে তারমিন খাতুন তার স্বামী-সংসার ফিরে পাওয়ার জন্য পুলিশ সুপার, চুয়াডাঙ্গার নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ সুপার, চুয়াডাঙ্গা মহোদয় উক্ত অভিযোগটি তার কার্যালয়ে অবস্থিত 'উইমেন সাপোর্ট সেন্টার' এর মাধ্যমে অদ্য ৩১.০৮.২০২২ খ্রিঃ উভয় পক্ষকে পুলিশ সুপারের কার্যালয়ে হাজির করেন।
উইমেন সাপোর্ট সেন্টারের মাধ্যমে তারমিন খাতুন ও মোঃ তৌফিক (টোকন) সব বিবাদ ভুলে তাদের একমাত্র ছেলে সন্তান তানভীরকে নিয়ে সুখে-শান্তিতে সংসার করতে সম্মত হয়। পুলিশ সুপার, চুয়াডাঙ্গার তত্ত্বাবধায়নে তারমিন খাতুন ফিরে পেল তার সুখের সংসার এবং শিশু সন্তান তানভীর ফিরো পেলো পিতৃস্নেহ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.