মোঃ মহিউদ্দিন,ভোলা সদর প্রতিনিধিঃঅফিসার ইনচার্জ, লালমোহন থানা, ভোলার তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ এনায়েত হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম লালমোহন থানাধীন লর্ড হাডিঞ্জ বাজার এলাকা হতে গোপন সংবাদের ভিত্তিতে (৩১ আগস্ট) মধ্যরাত আনুমানিক ০২.০০ ঘটিকার সময় লালমোহনে ৮ মামলার পলাতক আসামি কুখ্যাত ডাকাত বাবুলকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামি একজন পেশাদার ডাকাত। সে দীর্ঘদিন যাবৎ লালমোন থানা এলাকাসহ বিভিন্ন থানা এলাকায় এবং ঢাকা, নোয়াখালী, চট্টগ্রাম, লক্ষীপুর জেলায় চুরি/ডাকাতি করে বেড়াত।তার একাধিক স্ত্রী রয়েছে।অপরাধ করে সে বিভিন্ন এলাকায় আত্নগোপন করে থাকত।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে, তন্মধ্যে ৩টি গ্রেফতারী পরোয়ানা লালমোহন থানায় রয়েছে।
জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামি অপরাধের সত্যতা স্বীকার করে ডাকাতির সাথে জড়িত অন্যান্য পলাতকদের আসামিদের বিষয়ে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য প্রদান করে। তার দেওয়া তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে জড়িত ডাকাত চক্রের অন্যান্য সদস্যদের সনাক্ত করে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে লালমোহন থানার মামলা নং-০৭, তারিখ ০৫-০৬-২০২২ খ্রীঃ, ধারা ৩৯৫/৩৯৭ পেনাল কোড মুলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.