ভোলা দক্ষিণ প্রতিনিধিঃপুলিশ-বিএনপি সংঘর্ষে নিহত ছাত্রদল সভাপতি নুরে আলম ও স্বেচ্ছেসেবক দলের সদস্য আ. রহিমের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন ভোলা-২ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব হাফিজ ইব্রাহীম ।
আজ ২৩ শে আগস্ট রোজ ( মঙ্গলবার) রাজধানী ঢাকার মতিঝিল শরীফ ম্যানসনে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা রহিমের স্ত্রীর সাথে সাক্ষাৎ হলে তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তাদেরকে সান্ত্বনা দেন ।
এ সময় নিহত রহিমের স্ত্রীর হাতে নগদ ১ লক্ষ টাকা প্রদান সহ ও ভবিষ্যতে তাদের পাশে থাকার আশ্বাস দেন । একই অভিব্যক্তি প্রকাশ করেন নিহত ভোলা জেলা ছাত্রদল সভাপতি মোঃ নুরে আলমের পরিবারের প্রতি সাবেক এমপি আলহাজ্ব মোঃ হাফিজ ইব্রাহীম । এই সময় আরও উপস্থিত ছিলেন- আকবর মিয়া ও বিএনপির সাবেক এমপি হাফিজ ইব্রাহিমের সহকারী ও দৌলতখান উপজেলা বিএনপির সহসাংগঠনিক মোঃ ইকবাল কাজী। সহ নিহতদের পরিবার বর্গ।
উল্লেখ্য বিগত ৩১ শে জুলাই রোজ রবিবার
জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ভোলা জেলা বিএনপি কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এক বিক্ষোভ মিছিল বের করে , পরবর্তীতে একপর্যায়ে পুলিশ ও বিএনপির মধ্যেকার সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ভোলা জেলা ছাত্রদল সভাপতি মোঃ নুরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আঃ রহিম নিহত হোন ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.