রুহুল আমিন, পবিপ্রবি প্রতিনিধিঃসর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হল,পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ৩১ অগাস্ট বিকাল ৫ ঘটিকায় অনুষদীয় অডিটোরিয়ামে (বাবুগঞ্জ ক্যাম্পাস) আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠ এবং ১৫ই অগাস্ট শাহাদাৎ বরণকারী সকলের আত্মার মাঘফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন প্রফেসর ড.সন্তোষ কুমার বসু -প্রক্টর,পবিপ্রবি।
বিশেষ অতিথি বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি প্রফেসর ড.মিল্টন তালুকদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএমজি হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ এনামুল হক কায়েস।
অনুষ্ঠান সঞ্চালন করেন সরকারী প্রভোস্ট ডা.মো: ওয়াহেদুল করিম আনসারী।
এছাড়াও বক্তব্য রাখেন সহকারী প্রভোস্ট ডা.আনোয়ার জাহিদ, সহকারী প্রক্টর ড. রিপন চন্দ্র পাল,ডা.মুস্তাফিজুর রহমান,
ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং সাধারণ ছাত্র প্রতিনিধিবৃন্দ।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন অনুষদীয় শিক্ষক,কর্মকর্তা-কর্মচারী এবং উক্ত হলে শিক্ষার্থীবৃন্দ।
প্রধান অতিথির বক্তৃতায় প্রফেসর ড.সন্তোষ কুমার বসু বললেন,বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ছিলেন বিশ্বনেতা,বঙ্গবন্ধু বেঁচে থাকলে এতোদিনে বাংলাদেশের তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতো,এখন আমরা বঙ্গবন্ধুর সুযোগ্যা কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলছি বঙ্গবন্ধুর সোনার বাংলায়।
অন্যান্য অতিথিবৃন্দ বক্তৃতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবনের বিভিন্ন দিক আলোকপাত করেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.