মেহেরপুর প্রতিনিধিঃমেহেরপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিখবে শিশু হেসে খেলে, শাস্তি মুক্ত পরিবেশ পেলে" - এ স্লোগানকে সামনে রেখে মেহেরপুরে শহীদ ক্যাপ্টেন আশরাফুল হাফিজ খান দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে ৩১শে আগস্ট দুপুরে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত মা ও অভিভাবক সমাবেশে কুরআন তেলোওয়াত মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়,স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষিকা জেসমিন শাহনাজ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ জহুরুল হক,বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জেসমিন শাহনাজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মা ও অভিভাবক সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জহরুল হক বলেন বিদ্যালয়ে পড়ালেখার মানোন্নয়নে শিক্ষকদের আন্তরিক ভূমিকা রাখতে হবে। আর সন্তানরা নিয়মিত স্কুলে যাচ্ছে কিনা, বাড়িতে পড়ালেখা করছে কিনা এব্যাপারে মা ও অভিভাবকদের সজাগ থাকতে হবে। শহীদ ক্যাপ্টেন আশরাফুল হাফিজ খান দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন উপজেলা শিক্ষা অফিসার আপিল উদ্দিন ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.