রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের ভবানন্দপুর ও করনাইট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে রাণীশংকৈল থানা পুলিশ। সোমবার (২১ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে রাণীশংকৈল থানা পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়। অভিযানকালে ভবানন্দপুর এলাকা থেকে মৃত আঃ রশিদুল ইসলামের ছেলে মাসুদ রানা (৪৮) কে ১০ পিস ইয়াবাসহ এবং করনাইট গুচ্ছগ্রাম এলাকা থেকে মৃত মনসুর আলীর ছেলে মোঃ আলাউদ্দিন (২৫) কে ৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আরশেদুল হক জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক মোঃ রবিউল ইসলাম।
সম্পাদক : মোঃ নাইবুর রহমান [এলএল.বি (অনার্স), এলএল.এম
(ইউডা)] । বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল
ইসলাম [এম.এ(ইংলিশ), বি আই ইউ। বি.এড (টি টি সি)] অফিস :
২২, পশ্চিম- ধানমন্ডি, শংকর,
ঢাকা -১২০৯, বাংলাদেশ।
ইমেইল নিউজ :editor@alochitokantho.com.bd/ alochitokantho@gmail.com
ভিজিট ওয়েব সাইট : www.alochitokantho.com.bd