সুরাইয়া পারভীন সাথীঃ চুয়াডাঙ্গা জেলাবাসীকে মাদকমুক্ত সমাজ উপহার দেওয়ার লক্ষ্যে ও যুব সমাজকে মাদকের ভয়াবহ থাবা হতে ফিরিয়ে আনতে চুয়াডাঙ্গায় সদ্য যোগদানকৃত পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ্ আল-মামুন এর দিক নির্দেশনায় প্রতিনিয়ত চুয়াডাঙ্গা জেলার প্রতিটি থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ জনাব এ এইচ এম লুৎফুল কবীর এর নেতৃত্বে দর্শনা থানার এসআই(নিঃ) স্বপন কুমার সরকার, এসআই(নি:) শামীম রেজা, এসআই(নি:) সুমন্ত বিশ্বাস,এএসআই (নিঃ) হাফিজুর রহমান, সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন নাস্তিপুর গ্রামস্থ জনৈক মধু চৌকিদার এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হতে হতে অদ্য ৩১.০৮.২০২২ খ্রিঃ সময় ১৯:২০ ঘটিকার সময় আমদানি নিষিদ্ধ ভারতীয় ১০ বোতল ফেন্সিডিল ধৃত আসামী ১. মো: রুমন হোসেন(৩০), পিতা- মো: আব্দুল মমিন, সাং- নাস্তিপুর, থানা- দর্শনা, ২,মো: সিরাজুল ইসলাম(২৭), পিতা- মো: সাইদুর রহমান, সাং- হাজরাহাটি, ৩. মো: হিরোন(২৫), পিতা- সামসুল হক, সাং- জাফরপুর, উভয় থানা - চুয়াডাংগা, সর্ব জেলা- চুয়াডাংগাদের হেফাজত থেকে উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.