সাইফুর রহমান শামীম,কুড়িগ্রামঃকুড়িগ্রামে সাধারণ মানুষের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দিতে নিরলস কাজ করছে বাংলাদেশ পুলিশ। এরই ধারাবাহিকতায় রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ (বিপিএম) পরিদর্শনে আসেন কুড়িগ্রামের নাগেশ্বরী সার্কেল অফিসে।
বুধবার (৩১ আগস্ট) জেলার নাগেশ্বরী সার্কেল অফিস পরিদর্শন করে রংপুর রেঞ্জের ডিআইজি মোহাঃ আবদুল আলীম মাহমুদ (বিপিএম) এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পুলিশ সুপার জানান, জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা নিশ্চিত করার লক্ষ্যে রংপুর রেঞ্জের ডিআইজি স্যার নাগেশ্বরী সার্কেলের আওতাধীন সকল উর্দ্ধতন কর্মকর্তা, বিট অফিসার ও ফোর্সদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং নাগেশ্বরী সার্কেল অফিসে পুলিশি সেবা ও কার্যক্রম সংক্রান্তে বিভিন্ন রেজিস্টার, ফাইল ও ফৌজদারী বিচার ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট নথিপত্র পর্যবেক্ষণ, পরিবীক্ষণ ও পরিদর্শন করেন। সেবাপ্রার্থী যেকোন নাগরিক যেনো আইনের আলোকে প্রত্যাশিত সেবা পান সে বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করেন তিনি।
জানা গেছে, পুলিশি দ্বায়িত্ব পালনে বিশেষ কৃতিত্বপূর্ণ অবদান রাখায় ভূরুঙ্গামারী সার্কেলের সহকারি পুলিশ সুপার, জনাব মোঃ মোরশেদুল হাসান পিপিএম প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পদকে ভূষিত হওয়ায় ডিআইজি, বাংলাদেশ পুলিশ, রংপুর রেঞ্জ, জনাব মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম মহোদয় তাকে ব্যাজ পরিয়ে দেন এবং আরও বেগবান হয়ে জনগনকে পুলিশি সেবা প্রদানে নির্দেশনা প্রদান করেন।