জাকির হোসেন সুমন,ব্যাুরো চীফ ইউরোপঃপ্রবাসে কর্মব্যাস্ত জীবনে পরিবার , বন্ধু , ও স্বজনদের নিয়ে একটু প্রশান্তি পেতে ইতালির ত্রেভিজো শহরে বসবাসরত বাংলাদেশীরা আনন্দ ভ্রমণ ও বনভোজনে মেতে উঠেন । মনোরম পরিবেশ, পাহাড় ও লেকের ধারে আয়োজন করে বনভোজনের। লাগো দি রাভেননে ও সানতা কোরচে হৈ-হুল্লোড় বোজ ও খেলাধুলায় মেতে উঠেন নারী , পুরুষ ও শিশু রা। অনেকেই আবার প্রচন্ড গরমে টলমলে লেকের পানিতে সাঁতারে মেতে উঠেন । ত্রেভিজো শহরের বাংলা পার্ক হতে ২ টি বাস যোগে শতাধিক বাংলাদেশীদের নিয়ে নির্ধারিত স্হানে পৌছলে শুরু হয় দুপুরের খাওয়া দাওয়া। এর পর মহিলাদের বালিশ খেলা, সংখ্যা লেখা প্রতিযোগিতা , পুরুষদের মোড়গের লড়াই , সহ শিশুদের বিস্কুট দৌড় , মার্বেল দৌড় সহ নানা আয়োজন। প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন বাংলা দেশ হতে আসা মিডিয়া ব্যাক্তিত্ব বাংলা ভিশন টেলিভিশনের সংবাদ পাঠিকা রেজওয়ানা এলভিস , অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবে র সাধারন সম্পাদক এসকে এমডি জাকির হোসেন সুমন , সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ উল্লাহ সোহেল সহ সংগঠনের নেতৃবৃন্দ । সে সময় আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম সবুজ , কামাল উদ্দিন , মুক্তার , পান্না , জসিম সহ অনেকে। এমন একটি সুন্দর আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে প্রতিবছর বিভিন্না স্হানে বনভোজন আয়োজনের জন্য অনুরোধ জানান। এর পর বিকেলের নাস্তা শেষে সন্ধ্যায় সকলে ফিরে আসেন ত্রেভিজো শহরে ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.