মোঃ আসাদুজ্জামান আপেল পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে টিসিবি ও খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় এক লাখ ২০ হাজার ৭৮ জনের মধ্যে খাদ্য বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামের সামনে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম এই কর্মসূচীর উদ্বোধন করেন।
এ সময় পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক, পৌরসভা মেয়র জাকিয়া খাতুন, জেলা খাদ্য কর্মকর্তা রেজাউল হকসহ জনপ্রতিনিধি, খাদ্য বিভাগ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই কর্মসূচীর আওতায় জেলার তিনটি পৌরসভা এবং আটোয়ারী ও তেতুঁলিয়া উপজেলা সদরে ৩০ টাকা কেজি দরে পরিবার প্রতি মাসে দুইবার ১০ কেজি চাল কিনতে পারবেন। এদের মধ্যে ৬৯ হাজার ৭৫ জন টিসিবি কার্ডধারী ডাল ও তেলের সাথে ১৫ টাকা কেজিতে চাল কিনতে পারবেন। এছাড়া খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় ৫১ হাজার তিন জন নিবন্ধিত ভোক্তা ১৫ টাকা কেজি দরে মাসে একবার ৩০ কেজি করে তিন মাস চাল কিনতে পারবেন।
সর্ম্পকিত খবর সমূহ.
November 23, 2024