মোঃ মহিউদ্দিন,ভোলার প্রতিনিধিঃবৃহস্পতিবার ০১ সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ বোরহানউদ্দিন থানার আয়োজনে থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত 'ওপেন হাউজ ডে' ও সিসি ক্যামেরা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি মাদকবিরোধী, নারী নির্যাতন, কিশোর গ্যাং, বাল্যবিবাহ, চাঁদাবাজি, বিকাশ ও জিনের বাদশা সেজে প্রতারনা, জঙ্গিবাদবিরোধী সমাজ গড়তে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহবান জানান।পুলিশি সেবাকে গনমূখী ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে জনগণের আস্থা অর্জন করে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করে যাচ্ছে ভোলা জেলা পুলিশ।
এ সময় স্থানীয় ব্যবসায়ি, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেনীপেশার ব্যক্তিবর্গের উপস্থিতিতে সমসাময়িক বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে উন্মুক্ত আলোচনা করা হয়।জনসাধারন প্রধান অতিথির নিকট বিভিন্ন বিষয়ে তাদের সমস্যার কথা তুলে ধরলে, প্রধান অতিথি উত্থাপিত সকল সমস্যার সমাধান কল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের দিক-নির্দেশনা প্রদান করেন।
তিনি আরো বলেন, বোরহানউদ্দিন পৌর বাজারের নুর সুপার মার্কেটে সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে মার্কেট এলাকায় অপরাধ সংঘটিত হলে তাৎক্ষণিক তা পুলিশের নজরদারিতে আসবে এবং অপরাধীকে আইনের আওতায় আনা যাবে। এর ফলে অপরাধ প্রবণতা কমবে এবং অপরাধীরা অপরাধমূলক কর্মকান্ড করতে নিরুৎসাহিত হবে।তাই পুলিশ সুপার ব্যবসায়িদের সকল ব্যবসায় প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপনের আহ্বান জানান।
বোরহানউদ্দিন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ শাহিন ফকির বিপিএম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জহুরুল ইসলাম হাওলাদার, বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব আবুল কালাম আজাদ, বোরহানউদ্দিন উপজেলা নিবাহী কর্মকর্তা জনাব মোঃ সাইফুর রহমান, বোরহানউদ্দিন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব মুন্নী ইসলাম, বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগ সভাপতি জনাব জসিমউদ্দিন হায়দার, ভাইস চেয়ারম্যান জনাব রাসেল আহমেদ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.