ফাহিম হোসেন রিজু ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: রংপুর বিভাগের আটটি জেলায় হঠাৎ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সোমবার (২১ জুলাই) দুপুর থেকে শুরু হওয়া এই বিদ্যুৎ বিভ্রাটের পেছনে রয়েছে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি গুরুতর কারিগরি ত্রুটি। বিষয়টি নিশ্চিত করেছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো)। দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারী জেলায় এই বিভ্রাটের প্রভাব পড়েছে। এসব অঞ্চলে বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। বন্ধ হয়ে গেছে অনেক সরকারি ও বেসরকারি অফিসের কাজ, স্কুল-কলেজেও ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। নেসকোর চিফ ইঞ্জিনিয়ার জানান, “বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটে অপ্রত্যাশিত যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। নিরাপত্তার স্বার্থে কেন্দ্র থেকে উৎপাদন বন্ধ রাখা হয়েছে এবং এর ফলে পুরো রংপুর বিভাগের বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে।” নেসকো ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) যৌথভাবে কাজ করছে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য। তবে ঠিক কখন বিদ্যুৎ স্বাভাবিক হবে তা এখনো নির্দিষ্ট করে বলা হয়নি।
প্রকাশক মোঃ রবিউল ইসলাম।
সম্পাদক : মোঃ নাইবুর রহমান [এলএল.বি (অনার্স), এলএল.এম
(ইউডা)] । বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল
ইসলাম [এম.এ(ইংলিশ), বি আই ইউ। বি.এড (টি টি সি)] অফিস :
২২, পশ্চিম- ধানমন্ডি, শংকর,
ঢাকা -১২০৯, বাংলাদেশ।
ইমেইল নিউজ :editor@alochitokantho.com.bd/ alochitokantho@gmail.com
ভিজিট ওয়েব সাইট : www.alochitokantho.com.bd