মোঃ ওসমান গনি ইলি,কক্সবাজারঃকক্সবাজার রামু উপজেলা খুনিয়াপালং ইউনিয়ন থেকে জুয়েল নামে কিশোরের লাশ উদ্ধার করেছেন পুলিশ। ২ সেপ্টেম্বর শুক্রবার বিকালের দিকে
দারিয়ার দির্ঘী বড়ডেফা সিকান্দর পোলট্রি ফার্মের সংলগ্ন প্রায় ৮ ফুট পশ্চিম পার্শে ধানক্ষেত থেক জুয়েল এক কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শিশু জুয়েল খুনিয়াপালং ইউনিয়নের হেডম্যান পাড়া এলাকার মনিরুজ্জামানের ছেলে। কিশোরের কানের বাম পাশে, ডান হাতের কব্জিতে এবং পিঠে বিভিন্ন ধরনের আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আনোয়ারুল হোসাইন, পুলিশ পরিদর্শক (তদন্ত) অরুপ চৌধুরী, এস আই মোহাম্মদ আমীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।
পোলট্রি ফার্মের মালিক সিকান্দরের ১ মেয়ে এবং পুত্রবধূ, ফার্মের এক শ্রমিকসহ তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নিয়ে এসেছে পুলিশ। এলাকাবাসী জানান সিকান্দর পোলট্রি ফার্মের মালিক মোহাম্মদ সিকান্দার ও তারই ছেলে আবদু রশিদ, তারা মায়ানমারের নাগরিক, কক্সবাজার কলাতলী তে তারা বসবাস করে। কক্সবাজার থেকে ন্যাশনাল ভোটার আইডি কার্ড করে বাংলাদেশের নাগরিক বনে যায়। পোলট্রি ফার্মের মালিক সিকান্দরের ছেলে আবদু রশিদ বিয়ে করে দারিয়ার দির্ঘী বড়ডেফা এলাকার তাহের ডাক্তারের মেয়ে। আত্মীয়তার সুবাদে তাহের ডাক্তারের মালিকানা দিন জমি লিজ নিয়ে কক্সবাজার কলাতলী থেকে দারিয়ার দির্ঘী বড়ডেফা এসে পোলট্রি ফার্ম করে ব্যবসা করে। এবং ফার্মের ভিতরে বসবাস করে সিকান্দারের পরিবার। নিহত শিশু
জুয়েল দীর্ঘদিন পর্যন্ত সেকান্দরের মালিকানাধীন পোলট্রি ফার্মে চাকরি করতেছে, নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান নিহত জুয়েল কে ২ই সেপটেম্বর দিবাগত রাতে বাড়ির থেকে ডেকে আনে সিকান্দরের ছেলে আব্দু রশিদ। এলাকাবাসী আরও জানান আমরা সন্দেহ করছি নিহত জুয়েল কে হত্যা করে ফেলে দেওয়া হয়েছে।
তদন্তের মাধ্যমে ঘটনার আসল রহস্য উদ্ঘাটন করে প্রশাসনের কাছে নিহত শিশু জুয়েলের বিচার দাবি করেন এলাকাবাসী।
রামু থানার এস আই মোহাম্মদ আমীর হোসেন জানান লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে, নিহত পরিবারের পক্ষ থেকে এজাহার পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় মেম্বার গিয়াস উদ্দিন জানান আমি শুনেছি ফার্মের মালিক মায়ানমারের, নিহত শিশু জুয়েল সিকান্দরের পোলট্রি ফার্মে চাকরি করত, শিশুটির মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি, তদন্তের মাধ্যমে সঠিক বিচার দাবি করছি। স্থানীয় মেম্বার নছরুল্লাহ জানান ঘটনাস্থল আমার পার্শ্ববর্তী ওয়ার্ড আমি শুনেছি পোলট্রি ফার্মে বিদ্যুতের স্পষ্ট হয় শিশুটির মৃত্যু বরণ করেছে। নিহত শিশু জুয়েলের ভাই রাসেল জানান সিকান্দরের পোলট্রি ফার্মে আমার চাকরি করে। আমার ভাই জুয়েল রাতে খেলা দেখে আমার চাচা আবু তাহেরের বাড়িতে ঘুমানোর জন্য গেলে পোলট্রি ফার্মের মালিক সিকান্দরের ছেলে আবদু রশিদ আমার ভাই কে চাচার বাড়ির থেকে ডেকে আনে, পোলট্রি ফার্মের সবাই মিলে আমার ভাই কে হত্যা করে, আমারা মামলা করব, আসামীদের কে দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে দাবি জানান রাসেল ও তার পরিবার।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.