মোঃ মহিউদ্দিন,ভোলা সদরঃ--- ভোলার সাহিত্যসাধক এ কে মকবুল আহমেদ পেশাগত জীবনে একজন সং পুলিশ কর্মকর্তা ছিলেন। তিনি ছিলেন সহকারী পুলিশ কর্মকর্তা। বাংলা ১৩৩০
সালের অগ্রহায়ন মাসে ভোলা সদর থানার ভেলুমিয়া ইউনিয়নে তিনি জন্মগ্রহণ করেন। শৈশবে পিতৃহারা এ কে মকবুল আহমেদকে অনেক সমস্যার সাথে লড়াই করে পড়াশোনা করতে হয়েছে।
এ কে মকবুল আহমেদ ১৯৫১ সালে পুলিশ বিভাগে যোগদান করেন। ছাত্রজীবন থেকেই এ কে মকবুল আহমেদ সাহিত্যের প্রতি অনুরাগী ছিলেন। ‘ঢাকা প্রকাশ' সাপ্তাহিক পত্রিকায় তাঁর প্রথম লেখা প্রকাশিত হয়। এরপর বিভিন্ন পত্র পত্রিকা ও সাময়িকীতে তাঁর কবিতা, গল্প, প্রবন্ধ ইত্যাদি প্রকাশিত হয়। সমাজ বাস্তবতার প্রতিচ্ছবি তাঁর লেখায় ও চিন্তায় চমৎকারভাবে ফুটে উঠতো। তিনি বেশ কয়েকটা সাহিত্য সংকলন সম্পাদনাও করেছেন। গাঁয়ের মেয়ে, স্বীকৃতি, রোদঃবৃষ্টিঃ ঝড় (নাটক), আকাশঃ মাটি (কবিতা), পথে-বিপথে (চরিত্র চিত্রন), আদিম (রহস্য উপন্যাস), লতা বৌদি, নষ্ট যুবরাজ (গল্প) ছাড়াও ছোটদের সাথীহারা,,নজরুল (নাটিকা), নোতুন নোতুন গল্প শোন (উপদেশ মূলক গল্প) এবং আমার অভিজ্ঞান বলছে (কবিতা) তাঁর প্রকাশিত গ্রন্থ।
তথ্যসূত্রে ঃ পলি মাটির দেশ ভোলা, ভোলা জেলার ইতিহাস।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.