সুনামগঞ্জ প্রতিনিধিঃসুনামগঞ্জের তাহিরপুরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৮৫ লিটার দেশীয় চোলাই বাংলা মদ উদ্ধার ও প্রায় দেড় হাজার লিটার চোলাই মদ ধ্বংস করেছে সুনামগঞ্জ ডিবি পুলিশ। এ সময় ১ জনকে মদ সেবন অবস্থায় আটক করা হয়। আটককৃত ব্যাক্তির নাম আকবর মিয়া (৩৫)।
শনিবার (০৩ সেপ্টেম্বর ) সন্ধ্যায় তাহিরপুর উপজেলা সদরের বৌলাই নদীর তীরে রতনশ্রী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় চোলাই মদ বিক্রির ৩ হাজার টাকা জব্দ করা হয়।
সুনামগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর এর নির্দেশনায় ডিবি পুলিশের এস আই তোফাজ্জল হোসেন, এ এস আই এরশাদ আলী সহ তাহিরপুর থানা পুলিশের সদস্য অভিযানে অংশগ্রহণ করেন।
সুনামগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নন্দন কান্তি ধর মাদক বিরোধী অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযানে ১ জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে ১ জনকে পলাতক ও ১ জনকে আটক উল্লেখ করে তাহিরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.