হেলাল হোসেন কবিরঃবাংলা সাহিত্যের রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্র লাল রায়, রজনীকান্ত সেন, অতুল প্রসাদ সেন ও কাজী নজরুল ইসলামকে পঞ্চকবি বলা হয়। এই পঞ্চকবি'র গান নিয়ে একটি ব্যতিক্রম সন্ধ্যার আয়োজন করেছেন লালমনিরহাট জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ।
আজ শনিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ ঘটিকায় লালমনিরহাট পৌর চত্তরে পৌর সাংস্কৃতিক কেন্দ্রে পঞ্চকবি কথামালায় সংগীতানুষ্ঠান পঞ্চ প্রদীপ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ লালমনিরহাট জেলা কমিটির সভাপতি বিশ্বজিৎ কুমার বনিক তপু।
পঞ্চ প্রদীপ প্রজ্বলন করেন পৌর মেয়র রেজাউল করিম স্বপন, এসময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সবুজ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মজিবর রহমান, কবি ও সাহিত্যিক ফেরদৌসী বেগম বিউটি, জেলা জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সদস্য অভিনাশ রায়, রতনাই থিয়েটারে সাধারণ সম্পাদক শামীম আহমেদ, ওস্তাদ তাজুল চৌধুরীসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
সংগীত পরিবেশন করেন জয়শ্রী রায়, অনন্যা রায়, শৈলী বর্মন স্নেহা, মিতালী রায়, শ্যামল রায়, তপু বনিক, পারমিতা বনিক, শিখা রায়, অনন্যা রায়, মিতালী রায়, অনুসূয়া দেব, এষা আদ্রিতা, জেমস আশীষ দাস, শিখা রায়, নম্রতা রায়, নাজমুল হাসান রফিক,দুলাল রায়, শৈলী রায়, কিশোর সরকার প্রমুখ।
যন্ত্রে ছিলেন শৈবাল কান্তি রায়,দীলিপ রায়,প্রদীপ রায়,সঞ্জয় রায়, তপন রায়,দুলাল রায়, উমাচরণ রায়।
সঞ্চালনায় ছিলেন,লুৎফর রহমান লিটন ও জাকির হোসেস
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.