উজ্জ্বল কুমার দাস,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাটের কচুয়া উপজেলায় ইউনিসেফ এর সহযোগীতায় দি হাঙ্গার প্রজেক্ট এর উদ্যোগে স্বাস্থ্য বিভাগ সহ সরকারের সংশ্লিষ্ট বিভাগ সমূহের সাথে এডভোকেসি মিটিং অনুষ্ঠিত হয়েছে।
৪ সেপ্টেম্বর(রবিবার) সকাল ১০ টায় কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে অনুষ্ঠিত দি হাঙ্গার প্রজেক্ট এর খুলনা অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জুর পরিচালনায় এডভোকেসি মিটিং পরিচালিত হয়।
এদিন কোভিড ১৯ প্রতিরোধ, ঝুঁকি নিরুপন যোগাযোগ,বাল্যবিবাহ প্রতিরোধ,জনসম্পৃক্ততা এবং টিকা- বার্তা যোগাযোগ জোরদারকরন সহ বিভিন্ন কর্মসূচি সম্পর্কে স্বাস্থ্য বিভাগ সহ সরকারের সংশ্লিষ্ট বিভাগ সমূহের সাথে আলোচনা হয়।
উক্ত এডভোকেসি মিটিং এ বক্তৃতা করেন রিজোনাল আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু,কচুয়া উপজেলা মেডিকেল অফিসার ডাঃ হুমাইয়ারা পারভিন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ শাহিন হোসেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবা খানম।
এছারাও অনুষ্ঠিত মিটিং এ উপস্থিত ছিলেন সিনিয়র প্রোগ্রাম অফিসার রুবিনা আক্তার,বাগেরহাট জেলা সম্বনয়কারী খালিদ হাসান, ইনফরমেশন সার্ভিস প্রোপাইটার টুম্পা আক্তার মিম সহ শিক্ষক,সাংবাদিক,জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিবর্গ।এদিন অনুষ্ঠিত মিটিং এ উপস্থিত সকলের কাছ থেকে লিখিত ও মৌখিক আকারে বিভিন্ন পরামর্শ গ্রহন করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.