নূর ইসলাম,বিরামপুর,দিনাজপুর প্রতিনিধিঃ
জাতিসংঘের স্বীকৃত বিশ্বের আওতায় বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট বিরামপুর উপজেলা শাখার অফিস উদ্বোধন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় দিনাজপুর জেলার বিরামপুর
উপজেলার খানপুর ইউনিয়নের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আসাদ আলীর সঞ্চালনায় বিরামপুর উপজেলা মানবাধিকার কল্যাণ ট্রাস্টের সভাপতি মানিক মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের মহাসচিব সাইফুল ইসলাম, সুলতান আহম্মেদ সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি, মনতাজুল আলম সভাপতি রংপুর বিভাগীয় শাখা, মহাসিন সভাপতি এবং সম্পাদক সাইফুল ইসলাম বিরল উপজেলা শাখা, খানপুর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ প্রমুখ।
অনুষ্ঠানে মানবাধিকার কল্যাণ ট্রাস্টের মহাসচিব সাইফুল ইসলাম বলেন, আমরা মানবাধিকার কর্মী আমরা মানুষের কল্যাণ ও সেবায় স্বেচ্ছায় কাজ করি, সকল অন্যায় অপকর্মের বিরুদ্ধে কাজ করি, আমরা কোন অপরাধিকে ছাড় দেয় না। আপনারা বিষয়ে করে ভুমিদস্যুদের কারণে যদি কেউ ভুমিহীন হয়েছে এগুলি অভিযোগ আমাদের অফিসে লিখিত আকারে করেন আমার দেখব কে এই ব্যাক্তি তিনি মানবাধিকার সদস্যদের উদ্দেশ্য করে বলেন কেউ যদি অভিযোগ করে তাহলে দুই পক্ষকে নিয়ে আপোষ করে দেন না পারলে আমাদের জানাবেন আমরা কেন্দ্রীয় কমিটি দেখবো।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.