হিরক খান,মেহেরপুর প্রতিনিধিঃমেহেরপুর জেলখানায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তোফায়েল আহমেদ।
রোববার (৪ সেপ্টেম্বর), রাত সাড়ে ৮ টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে কারাগারের নিজস্ব গাড়িতে তিনাকে ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনাকে বাঁচানোর জন্য বিভিন্ন ভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয়। কিন্তু রাত সাড়ে ৮ টার দিকে তিনি হৃদরোগে আক্রান্তের কারণে মারা যান।
মেহেরপুর জেলা কারাগার সূত্রে জানা যায়, তোফায়েল আহমেদ এনআই মামলার ৮ মাসের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। চলতি বছরের মে মাসের ৩০ তারিখে তিনাকে কারাগারে পাঠায় আদালত। অসুস্থতা জনিত কারণে প্রতিদিন তিনাকে প্রচুর ওষুধ সেবন করতে হতো।
এদিকে মেহেরপুর জেলা বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের অনেকেই তোফায়েল আহমেদ এর মৃত্যুর কারণ স্পষ্ট করার দাবী জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টসহ অনলাইন নিউজ পোর্টালগুলোতে। তোফায়েল আহমেদ কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে তা পরিবারের সদস্য ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের জানানো হয়নি বলে জানান জেলা বিএনপি সভাপতি মাসুদ অরুন। এবিষয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবী জানিয়েছেন তিনি।
তবে ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সূত্রের বরাত দিয়ে জেল সুপার জানান, তোফায়েল আহমেদ মাইক্রো কার্ডিয়ালে আক্রান্ত হয়ে মারা গেছেন।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, একজন ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে মরদেহের সুরতহাল রিপোর্ট করা হবে এবং সোমবার ময়না তদন্ত শেষে আসল তথ্য জানা যাবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.