আরিফুজ্জামান চাকলাদার:
আলফাডাঙ্গা পৌর সদর বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও অবৈধভাবে বিক্রি অভিযোগে কুন্ডু ফার্মেসিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে পাঁচ প্রকার মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়।গত সোমবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান নেতৃত্বে আলফাডাঙ্গা সদর বাজারে কুন্ডু ফার্মেসীতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন (২০০৯) এ ৫১ ধারায় কুন্ডু ফার্মেসী মালিক তপন কুমার কুন্ডুকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট একেএম রায়হানুর রহমান জানান, ফার্মেসীগুলোতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও অবৈধভাবে বিক্রির প্রমাণ পাওয়া যায়। তিনি আরও বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
প্রকাশক মোঃ রবিউল ইসলাম।
সম্পাদক : মোঃ নাইবুর রহমান [এলএল.বি (অনার্স), এলএল.এম
(ইউডা)] । বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল
ইসলাম [এম.এ(ইংলিশ), বি আই ইউ। বি.এড (টি টি সি)]
Email:editor@alochitokantho.com.bd/ alochitokantho@gmail.com
www.alochitokantho.com.bd
অফিস : ২২, পশ্চিম- ধানমন্ডি, শংকর, ঢাকা -১২০৯, বাংলাদেশ।
এই সাইটটির সকল স্বত্ত্ব জাতীয় দৈনিক আলোচিত কণ্ঠ কর্তৃক সংরক্ষিত পরিমার্জিত ও পরিবর্ধিত।