মোঃকামরুজ্জামানঃ দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের কুড়ুলগাছি আদর্শ কৃষক সমবায় সমিতির লিমিটেডের সাবেক সভাপতি সরফরাজ ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের বিরুদ্ধে বর্তমান সভাপতি মিজানুর রহমান সাংবাদিক সম্মেলন করেন। তিনি বলেন সাবেক সভাপতি ও ম্যানাজার ১৪লাখ ৫৪হাজার ৮৮০ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এছাড়াও নানা অনিয়মের অভিযোগ উঠেছে।
আজ (০৫/০৯/২২) বিকালে কুড়ুলগাছি সমিতির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সমিতির সভাপতি মিজানুর রহমান ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সমিতির সাবেক সভাপতি ও ম্যানাজার জাকির তাদের ব্যক্তিগত স্বার্থ-চরিতার্থ করার জন্য সম্পূর্ণ নিজস্ব সিদ্ধান্তে সমিতির সকল কর্মকাণ্ড পরিচালনা করছেন। তিনি ভুয়া ভাউচারের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তারা।
সমিতির ঘরের ছাদ করা বাবদ ও ভুয়া ভাউছার করে তারা দুজনে প্রায় ১২ লাখ টাকা আস্তসাত করেন।যা অতিরিক্ত খরচ দেখানো হয়েছে।
সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বৃহৎ দামুড়হুদা কুড়ুলগাছি আদর্শ সমবায় সমিতি লিমিটেড। পরপর তিন বার সারা বাংলাদেশের সেরা সমিতির মর্যাদা পায় এবং গোল্ড মেডেল পায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্থানীয় মন্ত্রী ও সমবায় মন্ত্রী কাছ থেকে।
বর্তমান কমিটি বার নোটিশ দিয়া সত্ত্বেও তারা টাকা ফেরত দিতে অপরাগতা প্রকাশ করছে। এবিষয়ে সভাপতি মিজানুর বলেন, প্রয়োজনে আইনের আশ্রয় নিয়ে টাকা আদায় করতে চাই। তাই সাংবাদিক ভাইরা আপনারা সঠিক তথ্য পত্রিকায় তুলে ধরবেন।
বর্তমানে এই সমিতিতে মোট ১১টি গভীর নলকূপ আছে। গত ০৫/১১/২২ তারিখে আমরা দায়িত্ব ভার গ্রহনের পর ১০ মাসে সমিতির ৫৭লাখ টাকা ঋন পরিশোধ করে বর্তমানে সমিতির সাধারণ তহবিলে ১০লাখ টাকা আছে। কিন্তু গত কমিটির সভাপতি সরফরাজ ও ম্যানাজার জাকির তিন বছর দায়িত্বে থেকে মোট ৫৭ লাখ টাকা ঋণ দেখিয়ে গিয়েছে সমিতির সাবেক সভাপতি সরফরাজ এর বিরুদ্ধে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.