মোঃসোলায়মান হোসাইন সোহান,কাশিমপুর থানা প্রতিনিধিঃগাজীপুরের কাশিমপুর তুরাগ নদীতে ডুবে যাওয়ার ১ দিন পর গতকাল নিখোঁজ শাহ আলম (৪৫)-এর লাশ উদ্ধার করা হয়েছে। গত রোববার রাতে শাহ আলম নদীতে পড়ে যান। ঘটনার পর ৯৯৯ থেকে ফোন পেয়ে সার্ভিসের ডুবুরি দল কাশিমপুর তুরাগ নদীতে চার ঘণ্টা খোঁজাখুঁজি করেও উদ্ধার করতে পারেনি মৃত শাহ আলমকে। এ ব্যাপারে নিহতের ছেলে ও আত্মীয়স্বজন জানায়, গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে শাহ আলমকে ধাওয়া করে কিছু লোক। ধরতে না পেরে একপর্যায়ে রুবেল নামের এক ব্যক্তি শাহ আলমকে ইট দিয়ে মাথার পেছনে আঘাত করে। তৎক্ষণাৎ তিনি নদীতে পড়ে যায়। ওইদিন নিহতের আত্মীয়স্বজন তাকে নদীতে খোঁজাখুঁজির পরও না পেয়ে ফায়ার সার্ভিস ও কাশিমপুর থানা পুলিশকে খবর দেয়। রুবেল নামের ওই ব্যক্তিকে সেদিন রাতেই আটক করেছে কাশিমপুর থানা পুলিশ। ফায়ার সার্ভিস ডুবুরি দলের সদস্যের টিম লিডার আব্দুল জলিল জানান, পাঁচজন ডুবুরিসহ তাকে উদ্ধারের জন্য চার ঘণ্টা খোঁজাখুঁজির পরে না পেয়ে ফিরে যায়। গতকাল তুরাগ নদীর আশুলিয়া অংশ থেকে শাহ আলমের বীভৎস লাশ উদ্ধার করে এলাকাবাসী।এ ব্যাপারে কাশিমপুর থানার ওসি জানান ময়নাতদন্তের জন্য লাশটি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন। শাহ আলম কাশিমপুরের সামাদ হাজির বাড়ির ভাড়াটিয়া। তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার মনমত গ্রামের মৃত নকু মণ্ডলের ছেলে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.