মেহেরপুর প্রতিনিধিঃমুজিবনগরে পারিবারিক কলহের জেরে বিষপান করে শাহিনুর খাতুন (৫০) নামের এক নারী আত্মহত্যা করেছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শাহিনুর খাতুন মুজিবনগর এলাকার ইসমাইল হোসেনের স্ত্রী। শাহিনুর খাতুন তিন সন্তানের জননী। জানা গেছে গত ১ সেপ্টেম্বর স্বামী ইসমাইল হোসেনের সাথে ঝগড়ার জের ধরে শাহিনুর খাতুন বিষপান করে। এসময় তাকে উদ্ধার করে প্রথমে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনদিন চিকিৎসা নিয়ে সোমবার (৫ সেপ্টেম্বর) বাড়ি ফিরে আসে। বিকেলের দিকে আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। স্থানীয়রা জানান, প্রায় ২০ বছর আগে ইসমাইলের প্রথম স্ত্রী দুই সন্তান রেখে বিষপান করে আত্মহত্যা করে। পরে ইসমাইল শাহিনুর খাতুনকে দ্বিতীয় বিয়ে করেন। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.