লিটন পাঠান,হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃহবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কুদালিয়া নদীতে ফাঁদ দিয়ে মাছ শিকার করতে গিয়ে রাজধন সূত্রধর (৩৫) নামে এক জেলে নিখোঁজ হওয়ার ১৭ ঘন্টা পর হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করেছে মৃত রাজধন সূত্রধর আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের শঙ্খমহল গ্রামের মৃত. রাজেন্দ্র সূত্রধরের পুত্র স্থানীয় সুত্রে জানা যায় রাজধন সূত্রধর মঙ্গলবার বিকালে স্থানীয় কুদালিয়া নদীতে মাছ ধরার ফাঁদ পেতে বাড়ি ফিরছিলেন এসময় হঠাৎ তিনি নৌকা থেকে নদীতে পড়ে যান।
এ সময় নৌকায় থাকা নজরুল ইসলাম ও পরিমল ভট্রাচার্য্য নদীতে অনেক খোঁজাখোঁজি করে তাকে না পেয়ে স্থানীয় জেলেদেরকে অবগত করেন এবং স্হানীয় জেলে ও লোকজন রাতভর খোঁজাখোঁজি করে তার কোন সন্ধান পাওয়া যায়নি বুধবার (৭-সেপ্টেম্বর) সকাল ১০টার সময় হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রধান ফকরুল ইসলামের নেতৃত্বে ডুবুরিদল কুদালিয়া নদীতে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে তার মরদেহ উদ্ধার করেন।
আজমিরীগঞ্জ থানার এসআই আনোয়ার হোসেন বলেন, রাজধন সূত্রধর নদী থেকে মাছ শিকারের ফাঁদ পেতে আসার সময় নদীর অপর তীর থেকে নজরুল ইসলাম ও পরিমল ভট্রাচার্য্যকে নদীর অপর প্রান্তে আনার জন্য নৌকাতে তোলে এসময় তিনি হঠাৎ করেই নৌকা থেকে নদীতে পড়ে তলিয়ে যায় প্রায় ১৭ ঘন্টা পর হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।