রাম বসাক,শাহজাদপুর, সিরাজগঞ্জঃসিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার এনায়েতপরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হসপাতালের শিক্ষার্থী খুশবু মঞ্জুর (১৯) নামের এক কাশ্মীরি তরুণী স্টাডি ট্যুরে গিয়ে গেস্ট হাউজের ছাদ থেকে ঝাপ দিয়ে পড়ে মারা গেছেন। বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত খুশবু মঞ্জুর ভারতের কাশ্মীর প্রদেশের মঞ্জুর আহমেদ তারাইয়ের মেয়ে এবং খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। খুশবু মঞ্জুর স্ট্যাডি ট্যুরে এসে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের বিসিক বাসস্ট্যান্ড সংলগ্ন পিপিডি গেস্ট হাউজের ছাদ থেকে ঝাপ দিয়ে পড়ে মারা গেছেন বলে জানিয়েছেন পিপিডি গেস্ট হাউজের ম্যানেজার নজরুল ইসলাম। তিনি এ প্রতিবেদককে আরও জানান, ‘ গতকাল মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে খাওয়ার পর সাড়ে তিনটার দিকে সহপাঠীদের ঘুরতে যাওয়ার কথা বলে গেস্ট হাউজের ছাদ থেকে ঝাপ দিয়ে মাটিতে পড়েন। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় পিপিডি হাসপাতালে প্রথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। আজ বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। ‘
এদিকে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, মঙ্গলবার সকালে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সাথে ভারতের কাশ্মীরি ছাত্রী খুশবু সহ ৪৩ জন শিক্ষার্থী ও ৭ জন শিক্ষক দুই দিনের স্ট্যাডি ট্যুরে শাহজাদপুর পিপিডি রেস্ট হাউজে যায়। দুপুরে খাবার শেষে খুশবু ৪ তলা ভবনের ছাদে উঠে। এক পর্যায়ে সে মাটিতে পড়ে গুরুতর আহত হয়। পরে দুপুরে তাকে এখান থেকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে সে মারা যায়।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান আরও বলেন, মৃত্যুর সঠিক কারন জানার জন্য নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসলে তারপরে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। এছাড়াও নিহত ঐ শিক্ষার্থীর ভাইও একই মেডিকেল কলেজে পড়াশোনা করেন। তিনিও হত্যার মতো কোনো অভিযোগ আনেননি। তবে মৃত্যুর কারণ পুলিশ ক্ষতিয়ে দেখছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.