এস এম সোহেল,গাইবান্ধা প্রতিনিধিঃগাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কালীবাড়ী হাটের মাছ বাজারে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দু'জন মাছ ব্যবসায়ীর কাছ থেকে বিক্রয় নিষিদ্ধ ২২ কেজি পিরানহা ও ৬ আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয় এবং অবৈধ মাছ রাখার দায়ে ওই দু'জন মাছ ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (৭ সেপ্টেম্বর ) বিকালে উপজেলার কালীবাড়ী হাটের মাছ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান নয়ন। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার সরকারসহ পুলিশ সদস্যগণ।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান নয়ন জানান, জনগণের জন্য নিরাপদ মাছ সরবরাহ নিশ্চিতকরণে এ অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.