রাম বসাক,শাহজাদপুর,সিরাজগঞ্জঃসিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মাটিকোড়া গ্রামে বজ্রপাতে অন্তত ৮ জন নিহত এবং ৫ জন গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মাটিকোড়া দক্ষিন পাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। জানা যায়, নিহতদের মধ্যে একই পরিবারের ৫জন।
নিহতরা হলেন উপজেলার শিপপুর গ্রামের মোবাখর (৪০), মোন্নাফ হোসেন (১৮), শমসের আলী (৬০), আফসার হোসেন (৬৩), শাহিন আলী (২১) এবং মাটিকোড়া গ্রামের আব্দুল কুদ্দুস (৬০) , শাহ আলম (৪২), রিতু খাতুন (১৪)। আহতদেরকে প্রথমিকভাবে উল্লাপাড়া ৩০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত এবং আহতরা সবাই কৃষি শ্রমিক।
এ বিষয়ে পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ জানান, নিহত ও আহতরা মাটিকোড়া দক্ষিণপাড়া গ্রামের পাশের মাঠে রোপা ধানের চারা উত্তোলন ও জমিতে রোপন করছিলেন। হঠাৎ করে বৃষ্টি শুরু হলে তারা মাঠের মধ্যে অবস্থিত একটি শ্যালো ঘরে গিয়ে দাড়ান। এসময় বজ্রপাতে এ দুর্ঘটনা ঘটে।
উল্লাপাড়ার ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদেরকে উদ্ধার করে উল্লাপাড়া ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.