তাহিরপুর,সুনামগঞ্জ প্রতিনিধিঃকেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে-আগামী
১১ই সেপ্টেম্বর তাহিরপুর উপজেলায় বি এনপির কার্যক্রম স্তগিত করে জেলা বি এনপির প্রতিনিধি দিয়ে তাহিরপুর উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের প্রস্তুতি চলছে। উল্লেখ্য ২০১৬ সালের ২ রা ফেব্রুয়ারী জেলা বি এনপির আহব্বায়ক জননেতা নাছির উদ্দীন চৌধরী ও সদস্য সচিব কলিম উদ্দিন আহমদ মিলনের উপস্তিতিতে জাক জমক পুর্ন এক অনারম্বর অনুষ্টানের মধ্য দিয়ে সম্পুর্ন গঠনতান্ত্রিক পক্রিয়ায় কাউন্সিলারের ভোটের মাধ্যমে জনাব নুরুল ইসলামকে সভাপতি ও রুহুল আমীন কে সাধারন সম্পাদক হিসেবে ঘোষনা করেন জেলা বি এনপির সদস্য সচিব কলিম উদ্দিন আহমদ মিলন।কমিটি গটন করার পর থেকেই তারা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। তারা উপজেলার প্রতিটি ইউনিটে সফলতার সহিত কমিটি গঠন করে সরকার বিরুধী আন্দোলনে সক্রিয় ভুমিকা পালন করে নাশকতা মামলায় তাহিরপুর উপজেলা বি এনপির সাধারন সম্পাদক রুহুল আমীন দীর্ঘদিন কারা বরন করেছেন। সভাপতি নুরুল ইসলাম ষাটোর্ধ বয়সে নাশকতার মামলা মাথায় নিয়ে হাজিরা দিচ্ছেন প্রতি মাসে।হঠাত করে জেলা কমিটির সাধারন সম্পাদক জনাব নুরুল ইসলাম সাক্ষরিত একটি পেডে জেলার ১১ টি উপজেলার মধ্যে শুধু মাত্র তাহিরপুর এবং জামালগঞ্জ ইউনিট কমিটি স্তগিত করে জেলা কমিটির প্রতিনিধি নিয়োগ করায় তৃনমুল বি এনপির নেতা কর্মী সমর্থকদের মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে।তৃনমুল নেতা কর্মী সমর্থকেরা বলছেন বি এনপির এমন দুর্দিনেও তাদের গ্রুপিং শেষ হয়না সবাই নিজের চিন্তায় ব্যাস্ত দলের জন্য নয়।
তাহিরপুর উপজেলা বি এনপির সাধারন সম্পাদক রুহুল আমীন বলেন আমাদের কমিটি স্তগিত কিংবা বাতিল হয়েছে বলে আমি যানিনা, যদি বাতিল হয়ে থাকে তাহলে তারা কমিটি ঘোষণা করুক, আমি একজন শহীদ জিয়ার আদর্শের সৈনিক, আমি বলবো দল এক ক্রান্তিকাল অতিক্রম করেছে সবাই ঐক্যবদ্ধ থেকে আসুন দলটাকে শক্তিশালী করি।
সুনামগঞ্জ জেলা বি এনপির সহ সভাপতি আবুল কালাম বলেন আমরা দলকে ঐক্যবদ্ধ করার জন্য জেলা কমিটির নির্দেশ অনুযায়ী কাজ করছি আগামী ১১ তারিখের জনসভাকে সফল করার জন্য যার যার অবস্থান থেকে আমরা দায়িত্ব পালন করবো।
সুনামগঞ্জ জেলা বি এনপির সাধারন সম্পাদক নুরুল ইসলাম নুরুল বলেন তাহিরপুর এবং জামালগঞ্জ ইউনিট কমিটি স্তগিত করে জেলা কমিটির পক্ষ থেকে দুটি উপজেলায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার জন্য পৃথক পৃথক দুজনকে প্রধান করে সাথে আরও নেতৃবৃন্দ কে দায়িত্ব দেওয়া হয়েছে।তাহিরপুর উপজেলা বি এনপির কমিটির কার্যক্রম গঠন্তন্ত্র মুতাবেক স্তগিত করা হয়েছে কি না জানতে চাইলে তিনি কথা না বলে নাদের ভাই কে জিজ্ঞেস করার কথা বলে ফোন রেখে দেন।