আজ শুক্রবার (৯ সেপ্টেম্বর ২০২২) সন্ধ্যা ৭ টায় এক অনুষ্ঠানের মাধ্যমে "ঘাসফড়িং এন্টারটেইনমেন্ট" ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিও আকারে প্রকাশ করা হলো হালের জনপ্রিয় ফোক গায়ক এবি সোহাগের "ময়না পাখি" শিরোনামের গানটি। গানটিতে কন্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও করেছেন শিল্পি নিজেই। গানটির কথা লিখেছেন আরেক গায়ক ও গিতিকার এইচ আর রিয়াজ, গানটির অসাধারণ মিউজিক কম্পোজিশন করেছেন জনপ্রিয় মিউজিক কম্পোজার এ আর সারোয়ার।
গানটি সম্পর্কে শিল্পি বলেন, আমি অনেক আগে থেকেই এইচ আর রিয়াজ এর লেখনির ভক্ত তাই এবার তার গাইতে পেরে খুব ভালো লেগেছে, গানটি মন থেকে গাওয়ার চেস্টা করেছি আশা করছি সবার ভালো লাগবে।
গানটি সম্পর্কে গীতিকার বলেন, অনেকদিন ধরেই বন্ধু সোহাগের জন্যে লিখবো, এবার হয়ে গেলো লেখা, অসাধারণ গেয়েছে সে। গানটির খুবই ভালো একটি ফোক ফিল পাবে সবাই।
ময়মনসিংহ এর বিভিন্ন মনোরম লোকেশনে গানটির মিউজিক ভিডিও চিত্রায়িত হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.