মোঃসোলায়মান হোসাইন সোহান,কাশিমপুর থানা প্রতিনিধিঃগাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে এক হাজতির মৃত্যু হয়েছে। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাত ৯ টার দিকে আফাজ উদ্দিন(২০) নামে এক হাজতিকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।জেল সুপার ও কারা সূত্রে জানা গেছে, মাদক মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দী ছিলেন আফাজ উদ্দিন, যার হাজতি নং-১৩৩২২২। রাতের বেলায় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। তার অসুস্থতা দেখে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক আফাজ উদ্দিনকে মৃত ঘোষণা করেন।কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) মো. নুরুন্নবী ভূইঁয়া জানান, ওই মৃত হাজতির বিরুদ্ধে ভালুকা থানায় একটি ও শ্রীপুর থানায় ৪টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ছিল। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।নিহত ওই হাজতি হলেন, গাজীপুরের শ্রীপুর উপজেলার দক্ষিণ ধনুয়া গ্রামের হোসেন আলীর ছেলে আফাজ উদ্দিন (২০)।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.