লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃহবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় কৃত্রিম ভাবে সংকট তৈরী করে উচ্চ মূল্যে সার বিক্রি করা এবং উপজেলা কৃষি অফিসারকে বারবার অভিযোগ দিয়েও কোন প্রতিকার না পেয়ে বিক্ষোভ করেছে চুনারুঘাটের কৃষকরা বৃহস্পতিবার সন্ধায় চুনারুঘাটের আমুরোড বাজারে বিক্ষোভ করেন তারা এ সময় বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কৃষক আলী রহমান কৃষক আঃ হামিদ, কৃষক তাহির মিয়া, ছুরত আলী, মিয়া ধন মোল্লা, আকসির মিয়া, মুক্তার মিয়া এনাম মিয়া ও কাজল মিয়া কৃষকরা জানান উপজেলায় সারের ডিলাররা দীর্ঘদিন ধরে কৃত্রিম সংকট তৈরী করে রাতের আধারে উচ্চ দরে বিক্রি করে আসছেন বিষয়টি স্থানীয় কৃষকরা উপজেলা নির্বাহী অফিসারকে লিখিতভাবে অভিযোগ করেন।
উপজেলা নির্বাহী অফিসার উপজেলা কৃষি অফিসারকে দায়ীত্ব দিলে তিনি ডিলারদের সাথে সখ্যতা গড়ে তোলেন এবং আর্থিক সুবিধা নেন বলে কৃষকরা অভিযোগ করেন। বারবার চেষ্টা করেও কৃষকরা সার না পেয়ে দিশেহারা। তারা কান্নায় ভেঙ্গে পড়েন এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার মাইদুল ইসলামকে ফোন দিলে তিনি জানান তার উপজেলায় সারের কোন ঘাটতি নেই চাহিদানুযায়ী সার ডিলাররা সময়মত গেছেন ডিলাররা সার বিক্রি না করলে আমার কিছুই করার নেই। আগামী মৌসুমে সারের চাহিদার চেয়ে বেশি রিকুইজেশন দেয়া
হয়েছে উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক বলেন বিষয়টি তিনি নিজে তদারকি করবেন হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন মাননীয় প্রধানমন্ত্রী যেখানে বলেছেন এক ইঞ্চি কৃষি জমিও যাতে পরিত্যক্ত না থাকে সেখানে সার ও কৃটনাশক সংকট তৈরী কৃষকদের বাধাগ্রস্থ করা যাবে না যারা জালিয়াতি করে তাদের বিরুদ্ধে তদন্তপুর্বক ব্যবস্থা নেয়া হবে স্থানীয় চেয়ারম্যান জাকির হোসেন পলাশ তাৎক্ষণিক ডিলারদের দোকানে গিয়ে সতর্ক করে ন্যায্য মুল্যে সার বিক্রির নিদের্শ দেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.