Logo
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৪, ৪:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২২, ৭:৩৪ পি.এম

পবিপ্রবিতে বৃহত্তর ময়মনসিংহ সমিতির সভাপতি রুহুল, জিএস আন্না পবিপ্রবি প্রতিনিধি – পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বৃহত্তর ময়মনসিংহ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ৬৭জন সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন রুহুল আমিন, সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন সাইফ মো: আন্না। কমিটিতে উপদেষ্টামন্ডলীর সদস্য হিসেবে রয়েছেন – ১ ড. মোহাম্মদ আবদুল মতিন অধ্যাপক , ডেইরি সায়েন্স বিভাগ। ২ ড. মোঃরুহুল আমিন অধ্যাপক, ফিজিওলজি এন্ড ফার্মাকোলজি বিভাগ। ৩ ড. এ কে.এম মোস্তফা আনোয়ার অধ্যাপক, মাইক্রোবায়োলজি এন্ড পাবলিক হেলথ্ বিভাগ। ৪ ড. মোহাম্মদ মনিরুজ্জামান মনির অধ্যাপক, এ্যানিমাল সাইন্স এন্ড এ্যানিমাল নিউট্রিশন বিভাগ। ৫ ড. মোহাম্মদ ফকরুজ্জামান অধ্যাপক, জেনেটিক্স এন্ড এ্যানিমাল ব্রিডিং বিভাগ। ৬ ড. কাজী শারমিন আক্তার অধ্যাপক,জেনেটিক্স এন্ড এ্যানিমাল ব্রিডিং বিভাগ। ৭ ড.মোহাম্মদ আশরাফুল ইসলাম অধ্যাপক, ডেইরি সাইন্স বিভাগ। ৮.ড.মোহাম্মদ তোফাজ্জল হোসেন অধ্যাপক, এনাটমি এন্ড হিস্টোলজি বিভাগ। ৯ ড.মিল্টন তালুকদার অধ্যাপক, ফিজিওলজি এন্ড ফার্মাকোলজি বিভাগ। ১০. ড. মোহাম্মদ এনামুল হক কায়েস অধ্যাপক, মাইক্রোবায়োলজি এন্ড পাবলিক হেলথ্ বিভাগ। ১১. মো: শাহবুবুল আলম খোকন , সহযোগী অধ্যাপক, জেনারেল এ্যানিমাল সায়েন্স এন্ড এ্যানিমাল নিউট্রিশন বিভাগ । ১২ ড. রিপন চন্দ্র পাল সহযোগী অধ্যাপক, জেনেটিক্স এন্ড এ্যানিমাল ব্রিডিং বিভাগ। ১৩ ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহকারী অধ্যাপক, এনাটমি এন্ড হিস্টোলজি বিভাগ। ১৪ মোহাম্মদ হাফিজুর রহমান সহকারী অধ্যাপক, এ্যানিমাল প্রোডাক্ট এন্ড বাই-প্রোডাক্ট টেকনোলজি বিভাগ। ১৫ জান্নাতুল বারি সহকারী অধ্যাপক, এ্যানিমাল প্রোডাক্ট এন্ড বাই-প্রোডাক্ট বিভাগ। ১৬.মোহাম্মদ এনামুল কবির সহকারী রেজিস্ট্রার, পরীক্ষা শাখা। কার্যকরী কমিটিতে আরও রয়েছেন- সহ-সভাপতি – মো:জালাল উদ্দীন, সাখাওয়াত হোসেন শাকিপ,মো:আশরাফুল ইসলাম,মোহাইমিন সাব্বির হিজল,মিম আক্তার মৌ,আবু ইউসুফ। যুগ্ম-সাধারণ সম্পাদক -রিদওয়ানুল ইসলাম , মো:আশরাফুল,ধনেশ বর্মণ, রাসেল মাহমুদ, সুমন মোল্লা। সাংগঠনিক সম্পাদক -মোহন চৌধুরী, মো:রেজাউল করিম,মোস্তফিজুর রহমান,আহনাফ তাহমিদ ঐক্য, রিফাত রেদোয়ান, আশিক-ই-খুদা নির্জন,নুসাইবা বিল্লাহ, অমিত হাসান। কোষাধ্যক্ষ -অংকুর আহমেদ অর্থ বিষয়ক সম্পাদক -মো:মারুফ হাসান,সফিউর মোক্তাদির সোহান দপ্তর সম্পাদক-তাবেদার রসুল নয়ন উপ-দপ্তর সম্পাদক-মো:তৌকির আহমেদ সীমান্ত প্রচার সম্পাদক-দুলাল খান জনি উপ-প্রচার সম্পাদক-নূরে সালেহীন অন্তু জাতীয় দিবস উদযাপন বিষয়ক সম্পাদক -সিজানুল করিম রিকি,রাকিবুল হোসেন রাসেল ক্রীড়া বিষয়ক সম্পাদক -জয় শিকদার উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক -আশিকুল ইসলাম ইমন ধর্ম বিষয়ক সম্পাদক-আব্দুল রহিম ফাহিম উপ-ধর্ম বিষয়ক সম্পাদক-হিমেল প্রসাদ পরিবহন বিষয়ক সম্পাদক -নাজমুস সাকিব তন্ময়,ইমাম হাসান রনি শিক্ষা বিষয়ক সম্পাদক-রাসেল খান উপ-শিক্ষা বিষয়ক সম্পাদক-মো:রাজিবুল ইসলাম সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক -উম্মে রুকাইয়া ইসলাম, চন্দ্রিমা বসাক বৃষ্টি পাঠাগার বিষয়ক সম্পাদক – তাসমিয়া নূর আশা,নূরে আলম ছাত্রী বিষয়ক সম্পাদক -মারুফা তানজিলা,মোছা:শাহিনা হাসি সমাজসেবা বিষয়ক সম্পাদক -আশিক মাহমুদ, সুমাইয়া নুসরাত, অর্পিতা নাগ ত্রাণ বিষয়ক সম্পাদক -নূর-ই-ফেরদৌস তন্দ্রা,আশিক মাহমুদ সাগর আপ্যায়ন বিষয়ক সম্পাদক -হাবিবা আক্তার মনিরা,উম্মে হানি ফারজানা কার্যকরী সদস্য -এমাদ আলদীন তুর্য,মারিয়া ইসলাম, তোফায়েল আহমেদ, জারিন তাসনিম,তানভীর আহমেদ ইমন,মেহেদী হাসান সভাপতি,সাধারণ সম্পাদক জানায়,সবার আন্তরিক প্রচেষ্টায় এগিয়ে চলবে বৃহত্তর ময়মনসিংহ সমিতি। আরও গতিশীল হবে আমাদের কার্যক্রম।