মোঃ সিফাত হোসেন,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
কৃষি ও কৃষি প্রাধান্য ০৭ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৩য় বারের মতো (২০২১-২০২২) শিক্ষাবর্ষের
স্নাতক ১ম বর্ষের গুচ্ছ/সমন্বিত ভর্তি পরীক্ষা আজ (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় একযোগে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) মূল ক্যাম্পাসে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এ বিশ্ববিদ্যালয়ে ৪৪৩ টি সিটের বিপরীতে অত্র বিশ্ববিদ্যালয়ে ৪০০০ চার হাজার জনের আসন বিন্যাস ছিল। সে হিসেবে একটি আসনের জন্য লড়েছেন প্রায় ৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।
পরীক্ষায় শিক্ষার্থীদের
উপস্থিতি ছিল ৯৭%।
পরীক্ষার বিষয়ে শারিকা শরীফ হিমি নামের এক পরীক্ষার্থী বলেন, প্রশ্নপত্র খুবই মানসম্মত হয়েছে বলে মনে করছি। আশাকরি ভালো কিছু হবে।
বরিশাল থেকে আগত একজন অভিভাবক অত্র বিশ্ববিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনার বিষয়ে কৃতজ্ঞতা স্বীকার করে বলেন, অত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রবৃন্দ, আনসার ভাইয়েরা ও প্রশাসনের ভাইয়েরা সকলকে সহযোগিতা করে যাচ্ছে।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত পরীক্ষার হল পরিদর্শন শেষে বলেন, পরীক্ষায় কোনো প্রকার বিচ্ছিন্ন ঘটনা ঘটেনি। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী ও প্রশাসনের সহযোগিতায় ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালিত হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.