পরকিয়া নয়,ধর্ষনের ধারনকৃত ভিডিও নিয়ে বিতর্কে জড়িয়ে ০২ সন্তানের জননীকে হত্যা,পলাতক খুনি হেলাল লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রামগতিতে রিনা আক্তার (২৭) নামে এক প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৩ জুলাই) সকালে উপজেলার চরবাদাম ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের হক মার্কেট সংলগ্ন বেঁড়ীর উপরে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে । খবর পেয়ে রামগতি থানার পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করে। নিহত রিনা কমলনগর উপজেলার পাটোওয়ারীরহাট ইউনিয়নের ওমান প্রবাসী জয়নাল আবদিনের স্ত্রী। ঘটনার প্রত্যক্ষ খুনি হেলাল কমলনগর উপজেলর চর ফলকন ইউনিয়নের পলোয়ান বাড়ির মো: শাজাহানের ছেলে। স্থানীয় সুত্রে জানা যায়, রিনা একজন প্রবাসীর স্ত্রী জানতে পেরে মোটা অর্খ হাতিয়ে নিতে বহু দিন থেকেই কয়েকজন মিলে নিহত রিনার পিছু নেয়। বিগত প্রায় ৮/১০ মাস পুর্বে রিনার সাথে খুনি হেলালের পরিচয় হয় হাজিরহাট বাজারের একটি কম্পিউটার দোকানে। হেলাল সাংবাদিক এবং থানার সোর্স পরিচয়ে ওই নারীর পারিবারিক বিভিন্ন সমস্যার সহযোগিতার আশ্বাস দিয়ে কয়েক দিনের মধ্যেই রিনার বিশ্বাস অর্জন করতে সক্ষম হয় এক সময় রিনার মাকে ধর্মের মা বলে পরিবারের সদস্য হয়ে যায় । গত ০২(দুই)মাস পুর্বে রিনাকে তুষার ভবনের একটি রুমে আসতে বললে বিশ্বাস করে ধর্মের ভাইয়ের কথামত সেখানে আসলেই এক পর্যায় রিনাকে জিম্মি করে খুনি হেলাল ধর্ষনের ভিডিও ধারন করে রাখে । এই ভিডিওর ভয় দেখিয়ে নানা সময় রিনার থেকে মোটা অংকে টাকা হাতিয়ে নেয়। ঘটনার শুরু থেকেই হেলালের সাথে বিভিন্ন সময় চলাফেরা করা কয়েজ জন সহযোগী জড়িত ছিল। যাদের ছত্রছায়ায় হেলাল নানা অপরাধ করে আসছে বলে বিশেষ সুত্রে জানা যায়। এ ছাড়া দীর্ঘ দিন থেকে এই চক্রটি এভাবেই প্রতারনার জাল বিস্তার করে আসছে। গত মঙ্গলবার সারা রাত ধর্ষনের পর ভোর ০৫টার সময় হাজিরহাট বাজারের উত্তর মাথায় হেলালের সাথে রিনাকে দেখতে পায় স্থানীয় নাইট গার্ড। ঘটনার দিন বুধবার ভোরে খুনি হেলাল তার মোটরসাইকেলে করে রিনাকে নিয়ে নোয়াখালীতে রওয়ানা দেয় । পথিমধ্যে তাদের মধ্যে ধর্ষনের ধারনকৃত ভিডিও নিয়ে কথা কাটাকাটি হয়। এক সময় স্থানীয়রা জড়ো হলে তারা সেখান থেকে কেটে পড়ে। সেখান থেকে কিছুদুর যাওয়ার পর দ্রুতগতির মোটরসাইকেল থেকে পেছনে বসা রিনাকে ছিটকে ফেলে দিলে মাথায় আঘাত পেয়ে ক্ষনিকের মধ্যে ঘটনা স্থলেই রিনার মৃত্যু হয়। চার দিক থেকে স্থানীয়রা ছুটে আসলে খুনি হেলাল দ্রুত গতিতে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এলাকাবাসী বিষয়টি থানায় জানালে পুলিশ এসে রিনার মরদেহ থানায় নিয়ে সঠিক তথ্য উদঘাটনে সদর হাসপাতাল প্রেরন করলে ময়না তদন্তে রিনাকে ০৪ মাসের গর্ভবতী হওয়ার প্রমান পাওয়া যায়। । এ ব্যাপারে রিনার ভাই খুনি হেলালের ফাঁসি ও সঠিক তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন বলেন,পরিবারের পক্ষ থেকে ধর্ষন ও হত্যা মামলা করা হয়েছে। পুলিশ ঘটনাটি সুক্ষভাবে তদন্ত করছে এবং খুনিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
প্রকাশক মোঃ রবিউল ইসলাম।
সম্পাদক : মোঃ নাইবুর রহমান [এলএল.বি (অনার্স), এলএল.এম
(ইউডা)] । বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল
ইসলাম [এম.এ(ইংলিশ), বি আই ইউ। বি.এড (টি টি সি)] অফিস :
২২, পশ্চিম- ধানমন্ডি, শংকর,
ঢাকা -১২০৯, বাংলাদেশ।
ইমেইল নিউজ :editor@alochitokantho.com.bd/ alochitokantho@gmail.com
ভিজিট ওয়েব সাইট : www.alochitokantho.com.bd