মোঃ আসাদুজ্জামান আপেল,পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নদীতে নুড়ি পাথর উত্তোলন করতে গিয়ে নদীর কিনারার মাটি ধ্বসে ফারুক হোসেন (৩২) নামে এক পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের ময়নাগুড়ি গ্রামে করতোয়া নদীতে এ ঘটনাটি ঘটে।
নিহত পাথর শ্রমিক ফারুক একই এলাকার আমিরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় কয়েকজন মিলে ময়নাগুড়ি করতোয়া নদীতে পাথর উত্তোলন করতে যায়।
বিকেলে পাথর উত্তোলনের সময় নদীর পানিতে ডুব দেয় ফারুক। একসময় নদীর কিনারার মাটি ধ্বসে তার উপড়ে পড়ে। এদিকে কিছুক্ষণ পর অপর সহকর্মীরা তাকে পানির উপরে উঠতে না দেখে খোঁজাখুজি শুরু করে। প্রায় আধাঘন্টা পর তাকে নদীর পানি থেকে ডুবন্ত মৃত অবস্থায় উদ্ধার করে।
পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করেন।
পঞ্চগড়।
১০.০৯.২০২২
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.