নিজস্ব প্রতিবেদকঃ সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের কৃতিসন্তান ডা. আবু কামরান রাহুল ইন্টারনাল মেডিসিন এর সর্বোচ্চ ডিগ্রী 'ডক্টর অফ মেডিসিন' (এমডি) অর্জন করলেন কৃতিত্বের সাথে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য জুলাই-২০২২ সালের এমডি পরীক্ষায় তিনি কৃতিত্বের সাথে প্রথম প্রচেষ্টায় এমডি পরীক্ষা পাশ করে চিকিৎসা শাস্ত্রের মেডিসিনের সম্মানসূচক সর্বোচ্চ এই ডিগ্রী অর্জন করেন।
ডা. আবু কামরান রাহুল এর জন্মস্থান বারহাল ইউনিয়নের খিলগ্রামে, উনার বাবা জামাল উদ্দিন ছিলেন একজন ইঞ্জিনিয়ার, ছোট চাচা আহমদুল হক বেলাল একজন সাংবাদিক, মেজো চাচা জয়নাল হক সাবেক চেয়ারম্যান বারহাল ইউনিয়ন, এবং বড় চাচা হাজী ময়নুল হক ছিলেন বারহালের একজন বিশিষ্ট ব্যবসায়ী।
শিক্ষাজীবনে তিনি মেধাবী ছাত্র 'কামরান' নামেই পরিচিত ছিলেন শিক্ষক ও সহপাঠীদের কাছে। তিনি 'খিলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়' থেকে ৫ম শ্রেণী পাশ করেন, বিভিন্ন সময় বৃত্তি ও পেয়েছিলেন, কৃতিত্বের সাথে এসএসসি পাস করেন 'বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়' থেকে।
বারহালের অত্যন্ত নম্র ও বিনয়ী স্বভাবের এই সাদা মনের মানুষ এলাকার প্রায় সকলের প্রিয়মুখ ও এলাকার মানবিক ডাক্তার হিসাবে ব্যাপক পরিচিত । ডেঙ্গু চিকিৎসা ও করোনা মহামারী মোকাবেলায় রয়েছে তার উল্লেখযোগ্য অবদান। তার চিকিৎসার পারদর্শিতা দেখে মুগ্ধ হয়ে ঢাকার বিশিষ্ট শিক্ষাবিদ ড. আব্দুল ওয়াদুদ প্রায় সময় হেলিকপ্টারযোগে নিয়ে যান উনার পরিবারের চিকিৎসার জন্য বরিশালের পিরোজপুরে। এজন্য এলাকায় হেলিকপ্টার ডাক্তার নামেও বেশ পরিচত।
চিকিৎসা সেবায় রোগীদের প্রতি ছিলেন তিনি বেশ মনোযোগী,সাধারণ চিন্তাভাবনার বাহিরে ছিল উনার চিন্তাভাবনা, অনেক জটিল রোগীর রোগ নির্ণয় ও চিকিৎসা করে গেছেন সফলতার সাথে।
নানা প্রতিকূলতা পেরিয়ে অবিরাম পথ চলায়, আজ তাকে এনে দিয়েছে এতবড় অর্জন। এই অর্জনের পিছনে তিনি পরিবারের সকল সদস্য, সকল শিক্ষক, এবং উনার রোগীদের ও কৃতিত্ব দিয়েছেন।
এই জনপ্রিয় ডাক্তারের মেডিসিনের উপর সর্বশ্রেষ্ঠ ডিগ্রি লাভ করার খবরটি সামাজিক যোগাযোগ ফেইসবুকে ছড়িয়ে পড়লে বন্ধুবান্ধব সহ সকলেই তাঁকে অভিনন্দন জানান।
তিনি এক প্রতিক্রিয়াই এই প্রতিবেদক কে জানান, 'যত বড় ডাক্তারই হইনা কেন এলাকার মানুষদের চিকিৎসা নিশ্চিত করবো আগে'।
তিনি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন। বিশেষজ্ঞ চেম্বার করতেছেন ঢাকা হাতিরপুল এলাকায় 'ফিকামলি সেন্টারে' (প্রতিদিন সন্ধ্যা ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত)
নিজের মাতৃভূমি ও জন্মস্থানের রোগীদের চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে তিনি প্রতি শুক্রবার সিলেট আসেন।
প্রতি শুক্রবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত শাহগলি বাজার 'ইসলাম ফার্মেসিতে' এবং বেলা ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত রোগী দেখেন চারখাই বাজারে 'চারখাই ট্রেড সেন্টার'। এ বিষয়ে সকল তথ্য পাওয়া যাবে উনার অফিশিয়াল ফেইসবুক পেইজে ( Dr. Abu Kamran Rahul)
এমডি ডিগ্রী অর্জন করায় বারহালের এলাকাবাসী মানুষ তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও গৌরবোজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। মানবতার সেবায় তিনি উজ্জলদৃষ্ঠান্ত স্থাপন করবেন সেই প্রত্যাশা করেন তারা।
অত্যন্ত গুণীভাজন এই ডাক্তারের জন্য শুভকামনা রইলো।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.