দুর্গাপুর প্রতিনিধিঃবাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)'র রাজশাহী বিভাগীয় কমিটি গঠন ও সম্মেলন পূর্বক এক প্রীতি আলোচনা সভা ও চা চক্রের আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
১০ সেপ্টম্বর (শনিবার) রাজশাহী শাহ মকদুম কলেজ সংলগ্ন বোয়ালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অফিস প্রাঙ্গনে এই প্রীতি আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় বিএমএসএস'র রাজশাহী বিভাগীয় প্রধান সমন্বয়কারী সাংবাদিক জুয়েল রানার সভাপত্তিত্বে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান,বিশেষ অথিতি ছিলেন,সিনিয়র ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম মল্লিক,খুলনা বিভাগীয় সাংগাঠনিক সম্পাদক শাহিন আলম,রাজশাহী বিভাগীয় সাংগাঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সাইফ,সংবাদ ভূমি'র সম্পাদক ও প্রকাশক খালেদ মাহমুদ সুজন,অনুষ্ঠান সমন্বয়কারী সাংবাদিক মোস্তাফিজুর রহমান জিবন প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির সম্মানিত মহাসচিব সুমন সরদার।
অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে খন্দকার আছিফুর রহমান বলেন,সারাদেশ ব্যাপি সাংবাদিকদের উপর যেভাবে নির্যাতন,হামলা,মামলা ও হত্যার রাজনীতি শুরু হয়েছে তাতে আমাদের নিজেদের সার্থে ঐক্যবদ্ধতার কোন বিকল্প নাই,বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি নির্যাতিত সাংবাদিকদের পক্ষে সারাদেশ ব্যাপি সফলতার সাথে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে।
আমরা নেতা নই সহযোদ্ধা হয়ে আপনাদের পাশে দাড়াঁতে চাই।বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি সারাদেশের সাংবাদিকদের সুরক্ষায় ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানাচ্ছে।
তিনি আরো বলেন, বিএমএসএস'র কেন্দ্রীয় কমিটি গঠনের পর ব্যাপক জাঁকজমক ও বর্নাঢ্য আয়োজনে খুলনা বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে,আপনাদের সহযোগীতায় খুব শিঘ্রই বিএমএসএস'র রাজশাহী বিভাগীয় কমিটি গঠন করবে ইনশাহল্লাহ্।
রাজশাহী বিভাগীয় চা চক্র ও প্রীতি আলোচনা সভায় রাজশাহীর বিভিন্ন জেলা উপজেলার এবং স্থানীয় প্রিন্ট,ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকসহ রাজশাহী অঞ্চলের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির রাজশাহী বিভাগীয় সম্মেলন পূর্বক চা চক্র ও আলোচনা সভার অনুষ্ঠান সঞ্চালণা ও পরিচালনা করেন,কেন্দ্রীয় কমিটির কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক উজ্জল হোসেন প্রধান।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.