মোঃ মজিবর রহমান শেখঃঠাকুরগাঁও জেলায় জমি জবর দখল ও অবৈধভাবে সার মজুত করার অভিযোগে ২ জনের কারাদন্ডাদেশ প্রদান করা হয়। গত ৯ সেপ্টেম্বর শুক্রবার ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ও শীবগঞ্জ এলাকায় এ ২ ব্যক্তিকে কারাদন্ডাদেশ প্রদান করেন ঠাকুরগাঁও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিলা তাসনিম। জানা যায়, ঐ দিন ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়ন পরিষদের জমি অবৈধভাবে দখলের চেষ্টা করে আবুল কালাম (৭০)। এ সময় ইউপি চেয়ারম্যান সেরেকুল ইসলাম তাকে অনেক বাধা-নিষেধ করলেও তিনি শোনেননি। বিষয়টি প্রশাসনকে জানালে তাকে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়। সে ঠাকুরগাঁও সদর উপজেলার ডোডাপাড়া গ্রামের মৃত হাসান আলীর ছেলে। অপরদিকে ঠাকুরগাঁও সদর উপজেলার শীবগঞ্জে টিএসপি সার মজুত রাখার দায়ে প্রদীপ পাল (৬০) কে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়। সে ঠাকুরগাঁও সদর উপজেলার মালিগাঁও গ্রামের কার্তিক পালের ছেলে।