নাটোর প্রতিনিধিঃনাটোরের লালপুরের আব্দুলপুর রেল স্টেশনে উত্তরা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে, এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
আজ রবিবার (১১ সেপ্টেন্বব) বেলা ১১ টার দিকে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। পরে অতিরিক্ত ইঞ্জিন লাগিয়ে ট্রেনটি রাজশীর উদ্দেশে ছেড়ে যায়। এবিষয়ে আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশনের মাস্টার জিয়া উদ্দিন ও স্থানীয়রা জানান, সকালে পার্বতীপুর থেকে রাজশাহী গামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি আব্দুলপুর স্টেশনে পৌঁছায়। পরে পৌনে ১১ টার দিকে ট্রেনের ইঞ্জিন ঘুড়িয়ে লাইনে উঠলে অতিরিক্ত গরম হয়ে হঠাৎ করে ইঞ্জিনে আগুনের ধোয়া দেখতে পায় রেলের কর্মচারী ও কর্মকর্তারা। তাঁর কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিনে আগুন জ্বলতে শুরু করে।
পরে রেল স্টেশন কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে খবর দিলে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। পরে অতিরিক্ত ইঞ্জিন লাগিয়ে যাত্রীদের নিয়ে রাজশাহীর উদ্দ্যেশে রওনা দেয় ট্রেনটি। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.