মোঃ কবির হোসেন,স্টাফ রিপোর্টারঃআন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিয়োগিতা ২০২২ এ জাতীয় পর্যায়ে দেশাত্নবোধক গান ও সৃজনশীল নৃত্যে চ্যাম্পিয়ন হয়ে দেশ সেরা হওয়ায় গৌরব অর্জন করেছেন ভোলার বোরহানউদ্দিন উপজেলার ঋক বাবু। এ তথ্য নিশ্চিত করেন তার মা সুবর্ণা সমদ্দার।
ঋকের বাবা জানান, গত ১১ সেপ্টেম্বর ঢাকাস্থ মিরপুর সরকারি টিচার্স ট্রেনিং কলেজে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মাহিদুর রহমানের সভাপতিত্বে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন। ওই প্রতিযোগিতায় ঋক "খ" গ্রুপে (বালক) দেশাত্নবোধক গান ও সৃজনশীল নৃত্যে অংশগ্রহণ করে। বিচারকগন উভয় ইভেন্টে দেশ সেরা হিসেবে ঋক বাবুর নাম ঘোষনা করেন। সে উপজেলার কুঞ্জেরহাট এলাকার দক্ষিণ টবগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী।
ঋক ডিটিএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবল চন্দ্র দে ও সিনিয়র শিক্ষিকা সুবর্ণা সমাদ্দার এর একমাত্র পুত্র। বড় হয়ে সে ডাক্তার হতে চায়। বোরহানউদ্দিন জার্নালিস্ট এসোসিয়েশন ও অন্যান্য সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে রিক এবং তার পরিবারের জন্য রইল অভিনন্দন ও শুভকামনা।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.