মোঃ মজিবর রহমান শেখঃঠাকুরগাঁও জেলায় কৌশলা রানী রায় (৩৭) নামে এক গৃহবধু নিখোঁজের ১২ দিন পেরিয়ে গেলেও সন্ধান মিলেনি। গত ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাড়ি থেকে কাউকে কিছু না জানিয়ে বের হয়ে নিরুদ্দেশ রয়েছেন তিনি। ১০ সেপ্টেম্বর শনিবার এ ব্যাপারে সদর থানায় একটি সাধারণ ডায়েরী নং- ৬৭৫ , জমা করেছেন তার স্বামী ধীরেন বর্মন (৪১)। থানার সাধারণ ডায়েরী সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার সিংগিয়া (দক্ষিণ) গ্রামের পিতা মৃত রাজকুমার এর ছেলে ধীরেন বর্মনের সাথে মালিগাঁও বিশ্বাসপুর গ্রামের মৃত কান্দুরা রায়ের মেয়ে কৌশল্যূা রানীর ১৪ বছর পূর্বে বিয়ে হয়। তাদের সংসারে জয় মহন বর্মন নামে ১২ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। ঘটনার দিন কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে নিরুদ্দেশ হন। প্রতিবেশী, আত্মীয়-স্বজনের বাড়িতে অনেক খোঁজাখোঁজির পর তার কোন সন্ধান না পেয়ে অবশেষে ধীরেন বর্মন ঠাকুরগাঁও সদর থানায় একটি সাধারণ ডায়েরী জমা করেন। ডায়েরীতে উল্লেখ করা হয়, কৌশল্যা রানী রায়ের বয়স (৩৭) বছর। গায়ের রং-ফর্সা, মুখমন্ডল-গোলাকৃতি, উচ্চতা-৫ ফুট ২ ইঞ্চি, মাথার চুল-কালো এবং মাঝারী, পড়নে-কালো রঙের শাড়ি, ভাষা-আঞ্চলিক, শিক্ষাগত যোগ্যতা-পঞ্চম শ্রেণী ও মুখের ডান পাশের গালে তিল জন্মগত চিহ্ন রয়েছে তার, এবং আমার স্ত্রীর সহিত একটি মোবাইল ফোন তার সাথে রয়েছেন যার নম্বার--০১৭৬০৩১১৩৫০, এতে কেউ যদি আমার স্ত্রীকে দেখে থাকেন ও চোখে পড়ে সঙ্গে সঙ্গে আমার সাথে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার--০১৭৭৩০১২৯৬৩, ধীরেন বর্মন ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.