মোঃ রেজাউল করিম, ঈদগাঁও,কক্সবাজারঃবাংলাদেশ বেতার, কক্সবাজার কেন্দ্রের উদ্যোগে আজ জীবন দক্ষতা বিষয়ক বিনোদনমূলক শিক্ষা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মোখতার আহমদ মিলনায়তনে ইউনিসেফ এর অর্থায়নে এর আয়োজন করা হয়। শুরুতে আলোচনায় অংশ নেন বাংলাদেশ বেতার, কক্সবাজার কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক সমীর চন্দ্র বিশ্বাস, সহকারি পরিচালক (অনুষ্ঠান) মোঃ সোলতান আহমদ এবং ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত।
শিশু ও নারীর জন্য এডভোকেসি এবং যোগাযোগ কার্যক্রম (সচেতনতা) বৃদ্ধির আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে অংশ নেন বাংলাদেশ বেতার কক্সবাজার এর তালিকাভুক্ত শিল্পী, কলা -কূশলী এবং শিক্ষার্থী শিল্পীরা।
এতে বিনোদনের মাধ্যমে জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা গ্রহণের উপর গুরুত্বারোপ করা হয়।
বিদ্যালয়ের শ্রোতা ক্লাবের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে কমিউনিটি এনগেজমেন্ট অফিসার মোঃ এনামুল হক, রাজু আহমদ অনুষ্ঠান ঘোষক শামীম আক্তারসহ শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
আলোচকরা বলেন, জীবন মানেই সংগ্রাম, জীবন মানে যুদ্ধ। তাই সঠিক সিদ্ধান্ত গ্রহন ও নানা ঝুঁকি মোকাবেলার করে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের মধ্য দিয়ে জীবনকে আরো সুন্দর ও শাণিত করতে হবে।
আরো ছিলেন বাংলাদেশ বেতার, কক্সবাজারের সংবাদদাতা মোঃ রেজাউল করিম।
সংস্কৃতি টিমের সদস্যদের মধ্যে ছিলেন তবলায় জাহাঙ্গীর আলম, কিবোর্ডে হাসান,
অক্টোপ্যাডে সজল দে এবং সংগীত প্রযোজনায় বাবুল ইসলাম ও মোঃ সাইফুল ইসলাম।
শিক্ষকদের মধ্যে ছিলেন পূরনাম পাল, আব্দুল খালেক, মোঃ আলম, হাবিবুল্লাহ, মোজাম্মেল হক, ইফফাত সানিয়া, শ্রুতি পাল, শাহজালাল প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.