মোঃ সাইফুল ইসলাম আকাশ,নিজস্ব প্রতিবেদক,ভোলাঃভোলার বোরহানউদ্দিনে পন্যর মূল্য বেশি রাখা ও মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রির দায়ে ৩ ঔষধ ব্যবসায়ীকে ৯ হাজার টাকা এবং খাবারের হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় একটি খাবারের হোটেল মালিককে ৩ হাজার জরিমানা করা হয়েছে। বুধবার ১৪ সেপ্টেম্বর বেলা ১২ টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদুল হাসান অভিযান চালিয়ে এ জরিমানা করেন। এসময় তিনি বলেন,মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে হাজী মেডিকেল হলকে ৫ হাজার টাকা,মেডিসিন পার্ক কে ৩ হাজার টাকা,সততা মেডিকেল হলকে ১ হাজার এবং পন্য সংরক্ষণের পরিবেশ না থাকায় জননী হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোলা জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.